শিরোনাম
রবিবার, ২৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে উপাসনালয়ে গুলি আটজন নিহত

প্রতিদিন ডেস্ক

‘ইহুদিদের মারতে হবে’ স্লোগান দিয়ে এক শ্বেতাঙ্গ বন্দুকধারী যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার পিটসবার্গ শহরে ইহুদিদের এক উপাসনালয় চত্বরে গুলি চালিয়েছে। এতে অন্তত আটজন নিহত ও পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। সূত্র : বিবিসি, সিএনএন, রয়টার্স। স্থানীয় সময় গতকাল সকালের এ ঘটনায় আরও ১২ জন গুলিবিদ্ধ ও গুলিবর্ষণকারীকে প্রতিরোধ করতে গিয়ে আরও তিন পুলিশ আহত হয়েছেন। শহরের ট্রি অব লাইফ সিনাগগে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন অ্যালেগেইনি কাউন্টির ডেপুটি শেরিফ কেভিন ক্রাউস। তত্ক্ষণাৎ এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানিয়েছেন, তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন এবং সেখানে মৃত্যুর ঘটনা ঘটেছে। গুলিবর্ষণকারী আত্মসমর্পণ করেছে বলে জানিয়েছেন তারা। পুলিশ জানিয়েছে, বন্দুকধারী সিনাগগে প্রবেশ করে গুলিবর্ষণ শুরু করে। স্থানীয় সময় প্রায় ১০টার সময় জরুরি বিভাগের সদস্যরা ট্রি অব লাইফ কংগ্রেগেইশন সিনাগগে উপস্থিত হন। ওই সময় সিনাগগটিতে একটি আরাধনা অনুষ্ঠিত হচ্ছিল। আত্মসমর্পণের পর বন্দুকধারীকে হেফাজতে নিয়েছে পুলিশ, কিন্তু তার পরও স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

বন্দুকধারী একজন দশাসই চেহারার দাঁড়িওয়ালা শ্বেতকায় পুরুষ বলে প্রকাশিত খবরে বলা হয়েছে।

উল্লেখ্য, ট্রি লাইফ সিনাগগের ওয়েবসাইটের তথ্যানুযায়ী এটি একটি রক্ষণশীল ইহুদি ধর্মসভা। পিটসবার্গের ঐতিহাসিক ইহুদি জনবসতি স্কুইরল হিল এলাকায় এর অবস্থান।

সর্বশেষ খবর