সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

অ্যাসিড নিক্ষেপ মুমূর্ষু গৃহবধূ

নাটোর প্রতিনিধি

নাটোরের হালসা গ্রামে গৃহবধূ রাশিদা বেগম অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছে। শনিবার রাত ১১টার দিকে হালসা ইউনিয়নের আওরাইল এলাকায় এই ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিদা বেগম আওরাইল গ্রামের হাসেন আলীর স্ত্রী। মুমূর্ষু রাশিদাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনা নিশ্চিত করেছেন নাটোর সদর হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম সুমন।

রাশিদা বেগম জানান, শনিবার রাত ১১টার দিকে রাশিদা তার স্বামীর বাড়িতে ঘুমিয়ে ছিল। রাতে ঘরের দরজা খোলা থাকলেও তার স্বামী বাড়িতে ছিলেন না। এ সময় তাকে লক্ষ্য করে অ্যাসিড জাতীয় ধাতব পদার্থ ছুড়ে মারা হয়। এ সময় তার বাম হাত এবং পিঠের পুরো অংশ পুড়ে যায়। পরে পরিবারের লোকজন গুরুতর অবস্থায় রাতেই নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগও করেননি কেউ।

সর্বশেষ খবর