বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ভবিষ্যতে ধর্মঘট প্রতিহত করা হবে

—এ কে আজাদ

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যতে ধর্মঘট প্রতিহত করা হবে

ভবিষ্যতে নৈরাজ্যকর পরিবহন ধর্মঘট ডাকা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ব্যবসায়ী সমাজ তা প্রতিহত করবে বলে জানিয়েছেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, রোগী, স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে এভাবে জিম্মি করে কোনো ধর্মঘট হতে পারে না। এটা পুরোপুরি নৈরাজ্যকর একটি পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। সরকারের উচিত হবে এর পেছনে যারা কলকাঠি নেড়েছেন, তাদের শাস্তি নিশ্চিত করা। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন  দেশের শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের কর্ণধার এ কে আজাদ। তিনি বলেন, ধর্মঘটের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসনীয় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়া কঠিন হবে ব্যবসায়ীদের। এই ব্যবসায়ী নেতা মনে করেন, আর কিছুদিন পরই জাতীয় সংসদ নির্বাচন। দেশে এখন একটা স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। কিন্তু নির্বাচন নিয়ে অতীতের মতো আবারও স্বাধীনতাবিরোধী অপশক্তি সক্রিয় হয়ে পড়েছে। এমন সময় এ ধরনের পরিবহন ধর্মঘট মানুষকে ভোগান্তিতে ফেলেছে। নেপথ্যে দুষ্টচক্র জড়িত কিনা, তাও খতিয়ে দেখা প্রয়োজন। কারণ আগামীতে এ সরকারের ধারাবাহিকতায় আপামর সচেতন জনসাধারণ ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে জঙ্গি, সন্ত্রাসী, মৌলবাদী অপশক্তিকে শক্ত হাতে দমন করতে হবে। দেশের ধারাবাহিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে এক হতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ক্ষমতায় ধারাবাহিকভাবে থাকতে পারলে দেশের স্থিতিশীলতা বজায় থাকবে। দেশে যে উন্নয়ন হচ্ছে, তার ধারাবাহিকতা থাকবে। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে। এ কে আজাদ বলেন, ২০২১ সালে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত হবে। এ প্রবৃদ্ধি অর্জন করতে আমাদের প্রয়োজন ৪০ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি বিনিয়োগ। সেই লক্ষ্যে আমাদের ১০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি হয়েছে। এগুলোর কাজ আগামী এক বছরের মধ্যে শেষ হবে। সেখানে জমি বরাদ্দ হবে, গ্যাস-বিদ্যুৎসহ সব অবকাঠামো থাকবে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ হলে কর্মসংস্থান বাড়বে। দেশি ও বিদেশি বিনিয়োগ বাড়লেই কর্মসংস্থান বাড়বে।

সর্বশেষ খবর