বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ব্যবসা-বাণিজ্যের ক্ষতি অপূরণীয়

—শফিউল ইসলাম মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্যের ক্ষতি অপূরণীয়

দুই দিনের নৈরাজ্যকর পরিবহন ধর্মঘটে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এক দিনের ধর্মঘটে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকার ক্ষতির তথ্য উল্লেখ করে তিনি বলেন, আমরা এগিয়ে চলছি একটি উন্নত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। এমন স্বপ্নে বিভোর জাতির অর্থনৈতিক কর্মকাণ্ডে পিছিয়ে পড়ার কোনো অবকাশ নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, দেশজুড়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ধর্মঘটে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এফবিসিসিআই। এর ফলে মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়। অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় বলে মনে করেন ব্যবসায়ী সমাজ। তিনি বলেন, দেশের পরিবহনব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার মধ্য দিয়ে প্রয়োজনীয় পণ্য সময়মতো এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করা যায় না। এতে কোথাও কোথাও পণ্যজট হয়। আবার পরিবহন বিঘ্নের কারণে পচনশীল পণ্যগুলো পচে। বিশেষ করে শাকসবজি ও ফলমূল পরিবহনে সংকটের কারণে কৃষক মারাত্মকভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এফবিসিসিআই সভাপতি বলেন, যানবাহন না থাকায় কাঁচামাল পরিবহন বিঘ্নিত হওয়ায় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হয়। এ ছাড়া রপ্তানি পণ্যসামগ্রী জাহাজিকরণ বাধাগ্রস্ত হয়। রপ্তানিকারকরা কার্গো বিমানের মাধ্যমে পণ্য পাঠাতে বাধ্য হচ্ছেন। ফলে বৈদেশিক মুদ্রার অপচয় হচ্ছে ও রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সর্বশেষ খবর