বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে পাঁচ কোটি টাকার সোনা জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ কোটি টাকার ১০ কেজি সোনা জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস (ডিসিএইচ)। গতকাল সকালে বিমানবন্দরের কুরিয়ার গেটের সামনে একটি কন্টেইনার থেকে সোনাগুলো জব্দ করা হয়। যার প্রতিটির ওজন ১ কেজি। ভুয়া ঠিকানা ব্যবহার করে সোনাগুলো সিঙ্গাপুর থেকে পাঠানো হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের। ডিসিএইচ’র ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ-৪৪৬) সোনার চালানটি ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সকালে বিমানবন্দরের কুরিয়ার গেটের সামনে একটি কন্টেইনার তল্লাশি করা হয়। এ সময় ডিএইচএল কুরিয়ার সার্ভিসের দুটি প্যাকেট থেকে সোনার বারগুলো জব্দ করা হয়। প্রাপক হিসেবে প্যাকেটের ওপর কামরুল ইসলাম নামে এক ব্যক্তির ঠিকানা রয়েছে। যা ভুয়া। তবে এর সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর