বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
কৃষি

ঝালকাঠিতে আমড়ার বাম্পার ফলন

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে আমড়ার বাম্পার ফলন

ঝালকাঠিতে আমড়ার বাম্পার ফলন হয়েছে। দেশখ্যাত হওয়ায় এ সুস্বাদু ফলটি বিদেশেও রপ্তানি করা হয়। প্রতিদিন ঝালকাঠির সদর উপজেলার ভীমরুলি খালে ভাসমান হাটে লাখ লাখ টাকার আমড়া বিকিকিনি হয়। আর সেখান থেকে নৌ কিংবা সড়কপথে সারা দেশে সরবরাহ হচ্ছে ঝালকাঠির আমড়া। আমড়া বাগানে পেয়ারা ও লেবুসহ বহু ধরনের দেশীয় ফলের চাষ হয়। সজ্জন পদ্ধতিতে এসব ফলের চাষ করার সুবিধা অনেক। এই ফলের কাধিতে নানা ধরনের সবজি উৎপন্ন করা হয়। এতে চাষিরা কম খরচ ও স্বল্প জমিতে অধিক লাভবান হওয়ায় এ অঞ্চলের চাষিরা আমড়া, পেয়ারা, পেঁপে, লেবু, মাল্টাসহ নানা ধরনের ফল চাষে আগ্রহী হয়ে উঠেছে। চাহিদার তুলনায় এ বছর ফলন ভালো হওয়ায় দাম কম পাচ্ছে চাষিরা।

বিভিন্ন আমড়ার বাগান ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছর এক হাজার ৮০০ টাকা মণ দরে বিক্রি হলেও এ বছর সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শেখ আবু বকর সিদ্দিক বলেন, ঝালকাঠি জেলায় এ বছর ৫০০ হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি কৃষি বিভাগ। তবে হেক্টরপ্রতি ১২ টন আমড়ার ফলন হয়েছে।

সর্বশেষ খবর