রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঐক্যফ্রন্টে যোগ দেওয়ায় মামলা হয়েছে : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার কারণে রাজনৈতিক প্রতিপক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রের ওপর আক্রমণ, হামলা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে। রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে গতকাল দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা। সেখানে গণস্বাস্থ্য কেন্দ্রে বিভিন্ন ধরনের হামলা ও কর্মকর্তাদের বিরুদ্ধে একাধিক মামলা ও র‌্যাবের অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। আপনার জন্য প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ ক্ষেত্রে আপনি সরে যাবেন কিনা— জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, আমি ১০ বছর আগেই অবসর নিয়ে সাভার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে ঢাকায় চলে এসেছি। আমি ট্রাস্টি বোর্ডের সাতজন সদস্যের একজন সদস্য, অবৈতনিক সদস্য মাত্র। তিনি আরও বলেন, এই অবস্থান থেকে আমি আর সরে আসব না। অপর প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ বলেন, যে কোনো পরিবর্তনের জন্য জনগণকে মূল্য দিতে হয়। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্র ও তার কর্মীরা সেই মূল্য দিচ্ছেন। এ সময় জাফরুল্লাহ চৌধুরীর রাজনৈতিক প্রতিপক্ষ কে? জানতে চাইলে তিনি সুনির্দিষ্টভাবে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি। তিনি বলেন, হামলা-মামলা সবই হয়েছে পূর্ব পরিকল্পিতভাবে।

এ সময় সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, আমাদের প্রতিষ্ঠানে যে হামলা চলছে তাতে কি প্রধানমন্ত্রী উপকৃত হচ্ছেন? এতে প্রধানমন্ত্রীকে তারা বিপদে ফেলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর