রবিবার, ৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
প্রকৃতি

শীতের পাখি সাদা খঞ্জন

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল

শীতের পাখি সাদা খঞ্জন

খঞ্জন পরিবারভুক্ত প্রজাতির ছোটো পাখি সাদা খঞ্জন। ধলা খঞ্জন নামেও এ পাখি পরিচিত। এদের ইংরেজি নাম white wagtail, আর বৈজ্ঞানিক নাম মোটাসিলা আল্বা (Motacilla alba))।

বাংলাদেশ ছাড়াও ইউরোপ, এশিয়া ও উত্তর আফ্রিকার কিছু কিছু অংশে এদের পাওয়া যায়। সারা পৃথিবীতে খঞ্জন পরিবারে ১২টি প্রজাতি রয়েছে। এর মধ্যে আমাদের দেশে রয়েছে ৬ প্রজাতি। এদের মধ্যে একটি প্রজাতি স্থায়ী, আর বাকি ৫টি পরিযায়ী। পাখি বিশারদরা জানান, আমাদের দেশে সাধারণত শীতকালেই সাদা খঞ্জন পাখি বেশি দেখা যায়। স্ত্রী ও পুরুষ পাখি দেখতে একই রকম। এদের মুখের কিছু অংশ ও বুকের দিকের রং সাদা। মাথার উপরিভাগ ও লেজের পিছনের অংশ কালো। ডানা ছাই রঙের। এরা লম্বায় ১৬.৫ থেকে ১৯ সেন্টিমিটার হয়ে থাকে। ওজন ২৫ গ্রাম। সাদা খঞ্জন প্রধানত পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। প্রধানত খোলামেলা জায়গায় খাবার খেতে ভালোবাসে। এর কারণ, খোলামেলা জায়গায় এরা শিকারের পিছনে ধাওয়া করতে পারে। শহুরে অঞ্চলে এরা প্রধানত গাড়ির গ্যারেজে তন্ন তন্ন করে শিকার খোঁজে। এদের প্রজননকাল মে থেকে জুলাই মাস। এরা দেওয়ালের ছিদ্রে বাসা বাঁধতে ভালোবাসে। এ ছাড়া একই আকৃতির মনুষ্যসৃষ্ট জায়গায় বাসা বেঁধে বসবাস করতেও পছন্দ করে। চার থেকে ছয়টি ডিম দেয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান বলেন, সাদা খঞ্জন পাখি বছরের বেশির ভাগ সময় আমাদের দেশেই থাকে। শুধু প্রজননের সময় এরা হিমালয় অঞ্চলে চলে যায়। 

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর