সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সাভারে গণস্বাস্থ্য কর্মীদের সঙ্গে বাদী পক্ষের সংঘর্ষ

সাভার প্রতিনিধি

সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মামলার বাদীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দশজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র ও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে আশুলিয়ার বাইশমাইল এলাকার গণ্যস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গণস্বাস্থ্যের পিএইচএ ভবনের মূল ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগীরা। এ সময় ছয় মামলার বাদীদের কয়েকজন পিএইচএ ভবনের ভিতরে ঢুকে পড়েন। তারা নারী নিরাপত্তাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এর কিছু পরেই গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাদীপক্ষের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়ার ঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সর্বশেষ খবর