সোমবার, ৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

শাহজালালে কোটি টাকার সোনা

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ দুবাই থেকে আসা তিন যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। তারা হলেন আফরাতুল আজিম, মোহাম্মদ রিয়াজুল হক ও জাফর উল্লাহ। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ চোরাচালান ছিল তাদের মূল উদ্দেশ্য। ওই তিনজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। কাস্টমস গোয়েন্দা মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম জানান, শনিবার বিকালে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে (ইকে-৫৮৬) ঢাকায় আসেন ওই তিন যাত্রী। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের আটক করা হয়। পরে আজিম ও রিয়াজুলের পায়ুপথ থেকে ১৫টি সোনার বার ও ২০২ গ্রাম সোনা এবং জাফরের কাছে ১০৪ গ্রাম সোনা পাওয়া যায়। জব্দ করা সোনার মোট ওজন ২ কেজি ৪৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

সর্বশেষ খবর