বুধবার, ৭ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বগুড়া ও মেহেরপুরে বন্দুকযুদ্ধে নিহত ২

প্রতিদিন ডেস্ক

বগুড়া ও মেহেরপুরে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। বগুড়ার শিবগঞ্জে পুলিশের গুলিতে মারা গেছে খোরশেদ (৩৬) নামে এক যুবক। পুলিশ বলছে— সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শিবগঞ্জের পিরবের তাঁতি পুকুর এলাকায় টহল পুলিশের ওপর একদল দুষ্কৃতকারী হামলা চালালে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে পড়ে থাকে ৩৮ বছর বয়সী এক যুবক। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) পাঠানোর পথে তার মৃত্যু হয়। পুলিশের দাবি— আহত অবস্থায় জিজ্ঞাসাবাদে ওই যুবক তার নাম খোরশেদ বলে জানায়। পিতার নাম মো. আবদুল খালেক। বাড়ি ঘোনার পাড়া, থানা সরিষাবাড়ী, জেলা জামালপুর। বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, খোঁজখবর নিয়ে জানা যায়, সে পুরাতন জেএমবির বাংলাদেশ শাখার আমির। মাস্টার সামিল নামে সে সাংগঠনিকভাবে পরিচিত ছিল। এ ঘটনায় পুলিশের এসআই আহসান এবং কন্সটেবল সাব্বির আহত হয়েছেন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, একটি চাপাতি, কিছু পাউরুটি এবং কলার অংশ উদ্ধার করা হয়েছে। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মেহেরপুর : মেহেরপুরে ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এনামুল হক এনা (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এনা সদর উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে। পুলিশের দাবি— ‘সদর উপজেলার নিশ্চিন্তপুর বটতলা মোড়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান ও ৬৩ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক, হত্যা ও অস্ত্রসহ আটটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধে ডিবি পুলিশের তিন সদস্য আহত হন।’ তাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডিবি পুলিশের ওসি ওবাইদুর রহমান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ খবর