শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বিঘ্নে ভোট দিতে চাই : ড. জাকারিয়া

নির্বিঘ্নে ভোট দিতে চাই : ড. জাকারিয়া

জনগণ নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে নির্বাচন এলেই একটা সন্ত্রাসী গোষ্ঠী জ্বালাও পোড়াও রাজনীতিতে জড়িয়ে পড়ে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ধরনের কোনো পরিস্থিতি যেন তৈরি না হয় সে বিষয়ে নজর রাখতে হবে। দেশের সাধারণ নাগরিক হিসেবে নির্বিঘ্নে ভোট দিতে চাই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  উপ-উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মুহাম্মদ জাকারিয়া। তিনি আরও বলেন, জনগণ যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে না পারে সেজন্য এই আগুন সন্ত্রাসীরা জনগণের মধ্যে ভীতির সঞ্চার করার চেষ্টা করে। এ ধরনের রাজনৈতিক পরিবেশ আমরা চাই না। ভোটের আগে, চলাকালীন এবং পরে যারাই এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাক, তাদের আইনের আওতায় আনতে হবে।

 এদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের সহযোগিতার প্রয়োজন পড়বে।

সর্বশেষ খবর