শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

হয়রানি বন্ধ করতে হবে

—শফিউল ইসলাম মহিউদ্দিন

হয়রানি বন্ধ করতে হবে

আইন প্রয়োগের নামে ব্যবসায়ীদের ওপর অহেতুক হয়রানি বন্ধের অঙ্গীকার সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ইশতেহারে দেখতে চান এফবিসিসিআইর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি আর্থিক নীতি প্রণয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ   বাড়ানোরও প্রতিশ্রুতি চেয়েছেন রাজনৈতিক নেতৃত্বের কাছে। শফিউল ইসলাম মহিউদ্দিন গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে বলেন, ‘বাংলাদেশের সুষম উন্নয়নের স্বার্থে নীতি ও নেতৃত্বের ধারাবাহিকতা আগামীতে থাকতে হবে। তাই নির্বাচনের পর যারা সরকার গঠন করবেন, তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে ইশতেহারে ঘোষিত বাণিজ্যিক ঘোষণাও বাস্তবায়ন করতে হবে।’ তিনি বলেন, ‘বিশ্বব্যাংকের ব্যবসা সহজীকরণ সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৭৬তম। তাই রাজনৈতিক দলগুলোর কাছে ওই সূচকের বৈপ্লবিক পরিবর্তন আনার প্রতিশ্রুতি ও বাস্তবায়ন চাই। এজন্য প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ট্রেড লাইসেন্সের ওপর অন্যায্য ভ্যাট বাতিল করতে হবে।’ এফবিসিসিআইর সভাপতি বলেন, ‘সব রাজনৈতিক দলের ইশতেহারে ব্যবসা ও বিনিয়োগকে অগ্রাধিকার দিতে হবে। অবকাঠামো খাতের উন্নয়ন ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। জ্বালানি খাতে গ্যাস ও বিদ্যুতের উন্নয়নে সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে।

দেশি-বিদেশি বিনিয়োগকারীরা যাতে কোনোভাবেই দুশ্চিন্তায় না পড়েন, সেই সুবিধা নিশ্চিত করতে হবে।’ তিনি ভ্যাটহার কমানোর রাজনৈতিক প্রতিশ্রুতি চেয়ে বলেন, ‘সাধারণ ব্যবসায়ীদের কথা সুবিবেচনা করে প্রচলিত প্যাকেজ ভ্যাট আগামীতেও অব্যাহত রাখতে হবে। একইসঙ্গে চার স্তরের ভ্যাটব্যবস্থা বহাল রাখতে হবে। স্থানীয় শিল্প সুরক্ষার জন্য আরও বেশি প্রণোদনা দিতে হবে বিনিয়োগকারীদের।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর