শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পুণ্যার্থীর ঢল রাসমেলায়

প্রতিদিন ডেস্ক

পুণ্যার্থীর ঢল রাসমেলায়

সমুদ্র সৈকত কুয়াকাটা ও সুন্দরবনের দুবলার চরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব রাসমেলা। জাগতিক পাপ মোচনের আশায় লাখো পুণ্যার্থীর ঢল নামে। প্রতিনিধিদের পাঠানো খবর—

পটুয়াখালী : কুয়াকাটায় গতকাল উষালগ্নে রাস স্নান শুরু হয়ে সকাল ৯টায় শেষ হয়। এ উৎসবকে ঘিরে দুই দিন আগে থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে কুয়াকাটায় আসতে শুরু করেন পুণ্যার্থী-ভক্তরা। সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে আগত পুণ্যার্থী-ভক্তরা রাস পূর্ণিমা তিথিতে মধ্যরাতে নাম সংকীর্তন, পূজা অর্চনা, পদাবলি কীর্তন শেষে উষালগ্নে করেন পুণ্যস্নান। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাঝে ভক্তদের আনন্দ দিতে গান পরিবেশন করেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা প্রিয়াঙ্কা বিশ্বাস, লায়লা আক্তার ও ছোট নকুল। গত বৃহস্পতিবার বিকালে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয় রাস উৎসবের আনুষ্ঠানিকতা। এবারের রাসমেলায় কুয়াকাটায় আগত পুণ্যার্থী-ভক্ত ও পর্যটকদের উপচে পড়া ভিড়ে হোটেল মোটেল দুই দিন ধরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। বাগেরহাট : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরে গতকাল সূর্যোদয়ের পর দিনের প্রথম জোয়ারে হাজার-হাজার পুণ্যার্থী বঙ্গোপসাগরের পানিতে পুণ্যস্নান করেন। পুণ্যস্নান শেষ হওয়ার পর পরই পুণ্যার্থী ও দেশি-বিদেশি পর্যটকসহ দোকানিরা সুন্দরবন থেকে আবার ফিরতে শুরু করেছেন লোকালয়ে। এবারও সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে রাস-উৎসব ঘিরে বসেছিল দেশি-বিদেশি লক্ষাধিক লোকের মিলনমেলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর