শিরোনাম
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

অনেকেই অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ নেবেন

—ড. ইফতেখারুজ্জামান

অনেকেই অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ নেবেন

নির্বাচনে কালো টাকার প্রভাব না খাটানোর বিষয়ে সবার আগে রাজনৈতিক দলগুলোকে সদিচ্ছা দেখাতে হবে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, মনোনয়ন নিয়ে যে বাণিজ্য হয় সেটা আমরা কেউ জানতে পারি না। এটা শুধু দলের নীতিনির্ধারকরাই জানেন। আর যারা মনোনয়ন পেতে অর্থ ব্যয় করেন তারা এটাকে বিনিয়োগ হিসেবে মনে করেন। ফলে নির্বাচনের পর নির্বাচিত হলে তিনি তো দুর্নীতি করবেনই। এ জায়গা থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের প্রতিশ্রুতি দিতে হবে। এ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়।

তিনি আরও বলেন, নির্বাচনে কালো টাকা বা সাদা টাকা যে কোনো ধরনের অর্থের ও পেশি শক্তির প্রভাব দেখা যায়। এটা শুধু বাংলাদেশে নয় আমেরিকার নির্বাচনেও এটা দেখা যায়। কিন্তু সেটা হয়তো কম। আর আমাদের এখানে এটার কোনো পরিমাপ থাকে না। এ জন্য নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। নির্বাচনী আয়-ব্যয়ের দুটি দিক রয়েছে। একটা হলো মনোনয়ন বাণিজ্য, অন্যটা হলো নির্বাচনী সামগ্রিক খরচ। এর মধ্যে দ্বিতীয়টা নির্বাচন কমিশন চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু প্রথমটা নিয়ন্ত্রণ করতে হলে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকতে হবে বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর