রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রার্থীদের নগদ লেনদেনে নজরদারি বাড়াতে হবে

—ড. সালেহ উদ্দিন আহমেদ

প্রার্থীদের নগদ লেনদেনে নজরদারি বাড়াতে হবে

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে কালো টাকার সরবরাহ বাড়তেই পারে। বিশেষ করে গ্রামীণ জনপদে এই কালো টাকা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কেননা সে সব এলাকায় বেশিরভাগ লেনদেনই হবে নগদ। অবশ্য বেআইনি লেনদেনগুলো সব সময়ই নগদ অর্থেই হয়ে থাকে।

এ জন্য এসব লেনদেনের ওপর নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি বাড়াতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। তবে প্রার্থীরা হলফনামায় যে ধরনের তথ্য দেবেন সেগুলোর সঙ্গে নির্বাচন পরবর্তী হিসাব বিবরণীর তথ্য মেলাতে হবে। এ ছাড়া নিজ নিজ এলাকায় তফসিলি ব্যাংকগুলোকেও নজরদারি বাড়াতে হবে। প্রার্থীদের ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রেও নজরদারি বাড়াতে হবে। কোনো প্রার্থীর সন্দেহজনক কোনো লেনদেনের তথ্য পেলে সেগুলোও আমলে নিতে হবে। এর জন্য প্রার্থীদের আয়কর রিটার্নের তথ্যের সহায়তাও নিতে পারে নির্বাচন কমিশন। তিনি আরও বলেন, কালো টাকা এমনিতেই অর্থনীতির জন্য ক্ষতিকর। এই শক্তি নির্বাচনকেও প্রভাবিত করার ক্ষমতা রাখে। ফলে কালো টাকার প্রভাবকে ঠেকাতে হবে। নির্বাচনের আগে ও পরে মোবাইল ব্যাংকিং বন্ধ রাখার ব্যাপারেও মত দিয়েছেন তিনি। যদিও মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে লিমিট বেঁধে দেওয়া রয়েছে। আসন্ন নির্বাচনের প্রার্থীরা নির্বাচন কমিশন নির্ধারিত ব্যয় সীমার মধ্যেই থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সর্বশেষ খবর