শিরোনাম
রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

বাম গণতান্ত্রিক জোটের ইশতেহারে যা থাকছে

আকতারুজ্জামান

সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে প্রার্থী দিতে চায় আটটি বাম রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। এখন এই জোটের ইশতেহার প্রণয়নের কাজ চলছে। তাদের ইশতেহার হবে দেশের ৯৯ ভাগ সাধারণ মানুষের পক্ষে এবং ১ ভাগ লুটেরা ধনিক রাজনীতিকের বিপক্ষে। এ ছাড়া মানুষের রুটি-রুজির অধিকার প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি থাকবে ইশতেহারে। বাম জোটের শীর্ষ নেতারা এসব তথ্য জানিয়েছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হবে নির্বাচনী ইশতেহার। জোট নেতারা বলছেন, ইশতেহার হবে মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি, সমগ্র দেশবাসীর স্বার্থের প্রতিফলন। কেউ বলছেন, দেশকে মুক্তিযুদ্ধের ধারা থেকে বিপথগামী করা হয়েছে। দেশকে এ ধারায় ফিরিয়ে আনাসহ রাষ্ট্রীয় চার মূলনীতির পরিপ্রেক্ষিতে দেশ পরিচালনার আশ্বাস থাকবে বাম জোটের ইশতেহারে। জোটের অন্যতম শরিক দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, দেশে পালাক্রমে বিএনপি ও আওয়ামী দুঃশাসন, সামাজিক-অর্থনৈতিক কর্মকাণ্ডের অধঃপতন রোধ করতে সুনির্দিষ্ট কর্মসূচি থাকবে ইশতেহারে। যে নীতিতে দেশ পরিচালিত হচ্ছে তার বিকল্প পথ সম্পর্কে সুনির্দিষ্ট রূপরেখা দেবে বাম জোট। এ ইশতেহার হবে লুটেরা ধনিকদের স্বার্থের বিপরীত। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ইশতেহারে শাসনতান্ত্রিক সংশোধনের অনেক গুরুত্বপূর্ণ প্রস্তাব থাকবে। সংবিধানে সাম্প্রদায়িক ধারা বাতিল, সংবিধানের গণতান্ত্রিক সংশোধনের প্রস্তাব, বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন, স্বাবলম্বী ও কার্যকরের ব্যাপারে প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে। বাম গণতান্ত্রিক জোটের সাবেক এই সমন্বয়ক বলেন, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাসহ এই দখলদার সরকারের আরোপ করা বিভিন্ন কালাকানুন ও নাগরিক অধিকার পরিপন্থী সব ধারা বাতিলের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য থাকবে। শীর্ষ বাম নেতারা বলছেন, জাতীয় সম্পদ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা, রূপপুর পারমাণবিক প্রকল্প বন্ধ, রামপালে সুন্দরবনবিধ্বংসী কয়লাবিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ জাতীয় স্বার্থের পক্ষে তারা প্রস্তাব তুলে ধরবেন। কারণ, জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো উন্নয়ন প্রকল্প সম্ভব নয়। টেকসই উন্নয়ন নিয়ে মানুষের সামনে দাঁড়াবেন তারা। একইসঙ্গে দেশবিরোধী, জনবিরোধী চুক্তি প্রকাশ করে বাতিলের প্রতিশ্রুতি দেওয়া হবে নির্বাচনী ইশতেহারে। বাম জোটের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এই প্রতিবেদককে বলেন, নির্বাচনী ইশতেহারে থাকবে কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার জাতীয় সনদের প্রতিশ্রুতি। বেকার তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও মানবিক বিকাশের ব্যবস্থা, নারী-পুরুষ সবার নিরাপত্তা, গুম-খুন নিশ্চিহ্নসহ মানুষের মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা গুরুত্ব পাবে নির্বাচনী ইশতেহারে। বাম জোটের সমন্বয়ক সিপিবি সাধারণ সম্পাদক শাহ আলম জানান, কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ই থাকবে জোটের নির্বাচনী ইশতেহারে।

সর্বশেষ খবর