রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

যশোরে শীত নিবারণ বৃক্ষ!

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা চত্বরে একটি বৃক্ষ স্থাপন করা হয়েছে। যার নাম শীত নিবারণ বৃক্ষ। এই বৃক্ষে ফল নয়, ঝুলে আছে অসংখ্য শীতের কাপড়।

দরিদ্র, অসহায় মানুষরা তাদের প্রয়োজনমতো দেখেশুনে পছন্দের শীতের পোশাক গাছ থেকে পেড়ে নিয়ে যাচ্ছেন। শীতের শুরুতেই দরিদ্র অসহায় মানুষের জন্য অনন্য এই উদ্যোগটি নিয়েছেন বনিফেস নামের একটি ফেসবুক গ্রুপের সদস্যরা। এই গ্রুপের প্রধান এডমিন বেলাল হোসেন বনি জানান, সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থাগুলো যখন দরিদ্রদের মধ্যে শীতের পোশাক বিতরণ শুরু করে, তখন আর শীত থাকে না। তাই আমাদের ফেসবুক গ্রুপের সদস্যরা শীতের শুরুতেই এই উদ্যোগ নিয়েছি একটু ভিন্নভাবে। আমাদের গ্রুপে ৩০ জন সদস্য আছেন। প্রথম পর্যায়ে আমরা নিজেরাই নিজেদের পুরনো শীতের পোশাক একস্থানে করেছি। এরপর দড়াটানা চত্ব্বরে একটি প্রতীকী বৃক্ষ স্থাপন করে তাতে পোশাকগুলো পর্যায়ক্রমে ঝুলিয়ে দিচ্ছি। দরিদ্র অসহায় মানুষরা সেখান থেকে নিজেদের মাপ ও প্রয়োজন অনুযায়ী পোশাক দেখেশুনে বিনামূল্যে নিয়ে যাচ্ছেন। বনি বলেন, গতকাল সকালে আমাদের এই কার্যক্রম উদ্বোধন করেন যশোর প্রেস ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। এক মাস ধরে সারা দিনই এই গাছে পোশাক ঝোলানো থাকবে। শুধু নিজেদের পোশাক দিয়ে আমরা একমাস এই কার্যক্রম চালাতে পারব না। তাই আমরা সবাইকে আহ্বান করছি, যে কেউ ইচ্ছা করলে তাদের পুরনো অপ্রয়োজনীয় পোশাক এই গাছে রেখে যেতে পারবেন। গাছের ওপরে একটি মোবাইল ফোন নম্বর দেওয়া আছে। ব্যস্ততার কারণে কেউ যদি তাদের পুরনো পোশাক এখানে দেওয়ার সময় না পান, তাহলে ওই ফোন নম্বরে রিং করলে আমরা তার বাড়ি থেকে পোশাক নিয়ে আসার ব্যবস্থা করব। এই উদ্যোগের সঙ্গে বেলাল হোসেন বনি ছাড়াও সিরাজুল ইসলাম মৃধা, তাইজুল হোসেন তাজ, রাজু আহমেদ ও তানভির আহমেদ জুয়েলসহ অন্তত ৩০ জন রয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর