বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বরাদ্দ বাড়াতে হবে

অধ্যাপক রশীদ ই মাহবুব

বরাদ্দ বাড়াতে হবে

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক রশীদ ই মাহবুব বলেন, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খাতে বরাদ্দ বাড়াতে হবে। রোগীসংখ্যার তুলনায় হাসপাতাল, চিকিৎসক, নার্স এবং অন্যান্য জনবল বাড়াতে হলে বাজেট বাড়ানোর বিকল্প নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। স্বাস্থ্য খাতে প্রয়োজনমাফিক বরাদ্দ দেওয়া হয় না উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছর পুরনো রোগগুলোর সঙ্গে যোগ হচ্ছে নতুন রোগ, বাড়ছে রোগীর সংখ্যা। তাই রোগীর সংখ্যানুপাতে চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নতা কর্মী এবং অন্য স্টাফ নিয়োগ দিতে হবে। অধ্যাপক রশীদ ই মাহবুব বলেন, জনগণের সঙ্গে চিকিৎসকদের একটি অন্তর্দ্বন্দ্ব আছে। তারা মনে করেন চিকিৎসকরা সব রোগ সারাতে পারবেন। কিন্তু তারা সামর্থ্য বা ব্যবস্থাপনার ঘাটতির বিষয়টি বুঝতে পারেন না। তাই সচেতনতা বাড়ানোর পাশাপাশি চিকিৎসার গুণগতমান বাড়াতে হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর