বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ব্যয় কমানো জরুরি

অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

ব্যয় কমানো জরুরি

দেশের চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ওষুধের দাম, অপারেশন খরচ, প্যাথলজি ফি, চিকিৎসকের ভিজিট এই সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। বেসরকারি খাতকে একটি নীতিমালায় আনার সুপারিশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. এ বি এম আবদুল্লাহ। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবাকে রাজধানীর বাইরে নিয়ে যেতে হবে। এজন্য জেলা ও উপজেলা শহরগুলোয় গড়ে তুলতে হবে পূর্ণাঙ্গ হাসপাতাল। উপজেলায় যদি অন্তত ১০০ শয্যার পূর্ণাঙ্গ হাসপাতাল গড়ে তোলা যায় তাহলে চিকিৎসার ভোগান্তি অনেক কমে যাবে। শুধু হাসপাতাল করলে হবে না সেখানে মেডিসন, সার্জারি, গাইনি, শিশু এ রকম গুরুত্বপূর্ণ বিশেষ সেবার ব্যবস্থাও করতে হবে। বিশেষজ্ঞ এই চিকিৎসক বলেন, জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্যবীমা চালু করতে হবে। এর আগে স্বাস্থ্যবীমা নিয়ে আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি। নির্বাচনী ইশতেহারে এ বিষয়গুলোকে জোর দেওয়ার বিষয়ে বলেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর