বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
মনোনয়ন নিয়ে অসন্তোষ

বিভিন্ন স্থানে বিক্ষোভ সংঘর্ষ ভাঙচুর

প্রতিদিন ডেস্ক

মনোনয়ন নিয়ে অসন্তোষের জেরে গতকাল মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, ভাঙচুর, ককটেলবাজি; পটুয়াখালীতে জাপা মহাসচিবের বিরুদ্ধে ঝাড়ুমিছিল; নেত্রকোনা ও খাগড়াছড়িতে আওয়ামী লীগের মানববন্ধন এবং বরিশালে যুবদলের দুই গ্রুপে মারামারির ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— মুন্সীগঞ্জ : টঙ্গীবাড়ীতে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহার মনোনয়নপত্র জমাদানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে টঙ্গীবাড়ী বাজার এলাকায় পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে। এ সময় দুই পুলিশ সদস্যসহ উভয় পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে। পটুয়াখালী : মহাজোটের দেওয়া মনোনয়ন বাতিলের দাবিতে জাতীয় পার্টির মহাসচিব পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ বি এম রুহুল আমিন হাওলাদারকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ুমিছিল ও বিক্ষোভ করেছেন ‘সর্বস্তরের জনসাধারণ’-এর ব্যানারে স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। নেত্রকোনা : নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে রেবেকা মোমিনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে মনোনয়নবঞ্চিত সাবেক ছাত্রনেতা শফি আহমেদের সমর্থকরা নেত্রকোনা পৌরসভার সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।  খাগড়াছড়ি : খাগড়াছড়ির ২৯৮ নম্বর আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পরিবর্তন, দ্বন্দ্ব নিরসন ও নেতা-কর্মীদের বিরুদ্ধে করা শতাধিক মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা।  বরিশাল : বরিশাল-৫ (সদর) আসনে বিএনপির দ্বৈত প্রার্থীর একজন দলের যুগ্মমহাসচিব ও মহানগর সভাপতি মজিবর রহমান সরোয়ারের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসক) কার্যালয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার দুপুরে মনোনয়নপত্র জমা দিতে রিটার্নিং কর্মকর্তার (জেলা প্রশাসক) কার্যালয়ে যান।

এ সময় তার সঙ্গে বিএনপি, যুবদল ও ছাত্রদলের অর্ধশতাধিক নেতা-কর্মী ছিলেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দোতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় মহানগর যুবদল সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের সঙ্গে মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাঈদ চৌধুরী খোকনের ধাক্কা লাগলে তাদের দুজনের মধ্যে বাদানুবাদ হয়। একপর্যায়ে মামুনের কিলঘুষিতে সাঈদ রক্তাক্ত হন। সরোয়ার মনোনয়নপত্র জমা দিয়ে নামার সময় আহত সাঈদ মামুনের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় মামুনের পক্ষাবলম্বন করে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ি, ছাত্রদল নেতা রাহাদসহ অন্যরা সাঈদ চৌধুরীকে বেদম মারধর করেন। এ সময় বিএনপির সিনিয়র নেতারা ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সর্বশেষ খবর