মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

নির্বাচন ঘনিয়ে এলেও সহিংসতা চলছেই

প্রতিদিন ডেস্ক

নির্বাচন ঘনিয়ে এলেও সহিংসতা চলছেই। গতকালও দেশের বিভিন্ন এলাকায় প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা, গাড়ি ভাঙচুর, তোরণে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটেছে। হামলার বেশি শিকার হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। তবে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও কোথাও কোথাও ঘটেছে। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে রাজধানীর মহাখালী থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের ছেলে ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির ওপর লিফলেট বিতরণকালে হামলা চালিয়েছেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে গণসংযোগের প্রস্তুতিকালে হামলার শিকার হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম নাজিম মাহমুদ। এ ছাড়া সারা দেশে নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন শতাধিক মানুষ। পুলিশ গ্রেফতার করেছে ৩০ জনের বেশি ব্যক্তিকে। এদিকে ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে যুবলীগ-ছাত্রলীগের আট নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে। গতকাল ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন মামুন নামে এক বিএনপি কর্মী। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর— ঢাকা : বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুলকে রাজধানীর মহাখালী থেকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন। বিএনপির অভিযোগ, বাবুলকে আটকের বিষয়টি স্বীকার করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য তার পরিবার ও দলের নেতা-কর্মীরা গভীরভাবে উৎকণ্ঠিত। এ নিয়ে গতকাল বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাত্ক্ষণিক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি অবিলম্বে শহীদুল ইসলাম বাবুলকে জনসম্মুখে হাজির করে সুস্থাবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। এ ছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।’ এদিকে রবিবার রাতে ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমেদসহ তার পরিবার ও নেতা-কর্মীরা প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বলে দাবি করেছেন তার ছেলে তানভীর আহমেদ রবিন। তিনি বলেন, ‘ঢাকা-৪ নির্বাচনী এলাকার ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী সভা চলছিল। হঠাৎ জানতে পারলাম ডিবি ও পুলিশ আমার বাড়িতে রেইড দেবে। তাত্ক্ষণিক নির্বাচনী সভা বন্ধ করে দিয়ে সবাইকে নিরাপদে পার করে দিলাম। ঠিক ২০ মিনিট পরই আমার বাড়ির চারদিক ঘিরে  ফেলে ডিবি ও পুলিশ। গেটের সামনে অবস্থান নেয় ডিবি পুলিশের সদস্যরা। প্রায় তিন ঘণ্টা পর ডিবি ও পুলিশ চলে যায়। এই হচ্ছে ঢাকা-৪ আসনে লেভেল প্লেয়িং ফিল্ডের নমুনা।’ গতকাল সালাহউদ্দিন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘ভোট সুষ্ঠু করার প্রধান পূর্বশর্ত হিসেবে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হবে। কিন্তু ইসি এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পুলিশ একটি দলের হয়ে কাজ করছে। বিরোধী পক্ষের মাঠে নামতে মূলত তারাই বাধা হয়ে দাঁড়াচ্ছে।’ এদিকে গণসংযোগে অংশ নেওয়া নেতা-কর্মীদের ছবি পুলিশ তুলে রাখছে বলে অভিযোগ করেছেন ঢাকা-১১ আসনে ধানের শীষের প্রার্থী ঢাকা মহাগনগর উত্তর বিএনপি সভাপতি এম এ কাইয়ুমের সহধর্মিণী শামীম আরা বেগম। গতকাল বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনী প্রচারণা চালান তিনি। মহিলা দলের অর্ধশতাধিক নেতা-কর্মী ও স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ৯৭ নম্বর ওয়ার্ড, বাড্ডা লিংক রোড, শিমুলতলা মোড়সহ আশপাশ এলাকায় গণসংযোগ করেন শামীম আরা বেগম। এ সময় বিভিন্ন স্থানে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন শামীম আরা। এদিকে ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারে হামলার ঘটনায় মামলা হয়েছে। এতে যুবলীগ-ছাত্রলীগের আট নেতা-কর্মীসহ অজ্ঞাত আরও ৩৫-৪০ জনকে আসামি করা হয়েছে।

সিইসির সঙ্গে আইজিপির বৈঠক : জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় আগামী তিন দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সকালে ইসি থেকে পুলিশ সদর দফতরে এ চিঠি পাঠানো হয়। এদিকে গতকাল বিকাল ৫টার দিকে নির্বাচন কমিশনে যান পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। পরে তিনি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক করেন। উল্লেখ্য, ১৪ ডিসেম্বর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে ফেরার সময় ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলা চালানো হয়। এদিকে হামলার ঘটনায় ১২ জনকে আসামি করে দারুস সালাম থানায় মামলা হয়েছে। শনিবার রাত ১২টায় মামলাটি করেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু।

সাভার (ঢাকা) : সাভারের আমিনবাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের হিজলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিএনপির পাঁচজন নেতা-কর্মীকে আটক করে। আমিনবাজারের হিজলা গ্রামে ঢাকা-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নেতা-কর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে বিএনপির অন্তত ৪০ জন নেতা-কর্মী আহত হন। ফরিদপুর : ফরিদপুরের সদরপুরে স্বতন্ত্র এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থকদের ও নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৭টার দিকে।  ঝিনাইদহ : ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের পক্ষে গণসংযোগের প্রস্তুতিকালে হামলার শিকার হয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক বি এম নাজিম মাহমুদ। রবিবার রাতে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর স্কুল মাঠে তিনি হামলার শিকার হন। এ সময় স্থানীয় ছাত্রদলের আরও নয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।  চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের বিএনপির প্রার্থী কারাবন্দী ডা. শাহাদাত হোসেনের বাসায় পুলিশ তল্লাশির নামে পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার মা শায়স্তা খানম। গতকাল বিকালে নগরের বাদশা মিয়া সড়কে ডা. শাহাদাতের বাসায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে শায়স্তা খানম বলেন, ‘‘রবিবার দিবাগত রাত ৩টার দিকে একাধিকবার বাসার কল বেলের আওয়াজ শোনা যায়। বরিশাল : বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপি প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে। গতকাল বেলা পৌনে ১টার দিকে উজিরপুর উপজেলার ডাবের কূল বাজার-সংলগ্ন চৌরাস্তা এলাকায় হামলার সময় বিএনপি নেতা-কর্মীরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষে মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। নোয়াখালী : নোয়াখালীর সেনবাগ ও বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে আওয়ামী লীগের কার্যালয়, গেট ও নৌকার তোরণে ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। গতকাল বিকাল সেনবাগ বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নাশকতার মামলায় দুই বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আবদুল বারেক এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তাশেম আলী। সদর মডেল থানার ওসি মো. জিয়াউর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

লালমনিরহাট : লালমনিরহাট-১ আসনের (হাতীবান্ধা-পাটগ্রাম) বিএনপির প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। রবিবার রাতে হাতীবান্ধা শহরের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের জনতা ব্যাংকের সামনে এ হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে বিএনপি।

যশোর : যশোর-৪ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব প্রশাসনকে উদ্দেশ করে বলেছেন, ‘যশোর-৪ আসনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন, নইলে আমার জীবন নিয়ে নিন। বিনা চ্যালেঞ্জে এখানে পাতানো খেলার নির্বাচন হতে দেওয়া হবে না’। যশোর প্রেস ক্লাবে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যশোরের বিভিন্ন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের আটক, নির্বাচনী অফিস ভাঙচুর, পোস্টার ছিঁড়ে পুড়িয়ে দেওয়া, বাড়ি বাড়ি গিয়ে হুমকি, জনমনে আতংক তৈরি করা হচ্ছে অভিযোগ করে জেলা বিএনপির ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চুসহ বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা বিএনপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।  কুমিল্লা : জেলার চান্দিনায় যুবলীগ নেতার ওপর ঐক্যফ্রন্ট প্রার্থী সমর্থিত নেতা-কর্মীদের হামলার ঘটনায় জেএসডি প্রার্থীসহ বিএনপি ও এলডিপির ২০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে কুমিল্লার একটি আদালত।

পাবনা : পাবনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলা চেয়ারম্যানসহ বিএনপি-জামায়াতের ১০ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল দুপুরে আটঘরিয়া উপজেলার দেবোত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমির আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলামকে আটক করা হয়েছে। এর আগে পাবনা সদর উপজেলা বিএনপির সভাপতি এ কে এম মুসাসহ দুজন এবং ঈশ্বরদী উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সাত নেতা-কর্মীসহ নয়জনকে আটক করা হয়।

সর্বশেষ খবর