মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টিভিতে ক্রাইম প্যাট্রোল দেখে শিশু অপহরণ ও হত্যা ২ তরুণের

নিজস্ব প্রতিবেদক

অপরাধবিষয়ক নাটক-সিনেমা বিশেষ করে ‘ক্রাইম প্যাট্রোল’ অনুষ্ঠান দেখে গাজীপুরের শিশু রাকিনকে (১০) অপহরণের পরিকল্পনা করা হয়। এ পরিকল্পনা করে দ্রুত বড়লোক হতে চেয়েছিল দুই তরুণ পারভেজ শিকদার (১৮) ও ফয়সাল আহমেদ (১৯)। পরিকল্পনা অনুযায়ী শিশু রাকিনকে অপহরণও করে তারা। এরপর দাবি করা হয় ১০ লাখ টাকা মুক্তিপণ, না পেয়ে তাকে গলা টিপে হত্যা করা হয়। কিন্তু মোবাইল রিচার্জের এক টুকরো কাগজে ধরা পড়ে সেই খুনিরা। গতকাল রাজধানীর কারওরান বাজারের র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিশু রাকিন হত্যার এই রহস্য জানান র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারোয়ার-বিন-কাশেম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৫ ডিসেম্বর বিকালে শিশু রাকিনকে অপহরণ করা হয়েছিল। এর পাঁচ দিন পর তার অর্ধগলিত লাশ পাওয়া যায় গাজীপুরের শ্রীপুর এলাকার শিশুটির নিজ বাড়ির বাঁশঝাড়ের মধ্যে। অপহরণের পর শিশুর বাবা সৈয়দ শামীম ইকবাল ৭ ডিসেম্বর শ্রীপুর থানায় একটি মামলা করেন। মামলার পরই হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নামে র‌্যাব-১। অভিযুক্তরা শ্রীপুরের ফাউগান এলাকার আলীম শিকদারের ছেলে পারভেজ শিকদার এবং একই গ্রামের আবদুল লতিফ মোল্লার ছেলে ফয়সাল আহমেদ। পারভেজ গত দুই বছর ধরে শিশু রাকিনকে প্রাইভেট পড়াত। তিন-চার বছর ধরে একসঙ্গে বিভিন্ন নেশা করায় ঘনিষ্ঠ হয়ে উঠে পারভেজ ও ফয়সাল। দুজনে মিলেই ৬ মাস আগে শিশু হত্যার পরিকল্পনা করে। তাদের গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য পাওয়া গেছে বলে জানান র‌্যাব-১ অধিনায়ক।

সর্বশেষ খবর