বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

উন্নত হবে পার্বত্য চট্টগ্রাম

ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা, আবার ভোট চাইলেন নৌকায়

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ও কিশোরগঞ্জ প্রতিনিধি

উন্নত হবে পার্বত্য চট্টগ্রাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন —বাংলাদেশ প্রতিদিন

পার্বত্য চট্টগ্রামকে উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়ে একাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। গতকাল বিকালে ধানমন্ডির সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবানে গণসংযোগ করেন শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে অপর প্রান্তে বান্দরবানে নৌকার প্রার্থী বীর বাহাদুর উশৈ সিংসহ স্থানীয় আওয়ামী লীগ ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামকে একটা উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। আগামী নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাই।’ তিনি বলেন, ‘নৌকায় ভোট দিয়ে জনগণ স্বাধীনতা পেয়েছে, বাংলায় কথা বলার অধিকার পেয়েছে। নৌকায় ভোট দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, দেশের উন্নয়ন হয়।’

ভিডিও কনফারেন্সে শেখ হাসিনা সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। কনফারেন্স চলার মধ্যে বান্দরবানের দুজন তরুণ নৌকায় ভোট দেবেন জানিয়ে নৌকার পক্ষে স্লোগান দেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তরুণদের মেধার বিকাশ ঘটিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে চাই।’

শুরুতে প্রার্থী বীর বাহাদুর শেখ হাসিনার উদ্দেশে বলেন, ‘জানুয়ারিতে আপনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। পার্বত্য অঞ্চলে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, সেজন্য এই অঞ্চলের মানুষ কৃতজ্ঞ। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার ‘বিকল্প নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

সৈয়দ আশরাফের জন্য ভোট চাইলেন প্রধানমন্ত্রী : কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলামের জন্য ভোট চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সৈয়দ আশরাফ আজ অসুস্থ। সবার কাছে তার জন্য দোয়া চাই। তার নির্বাচনকে নিজেদের নির্বাচন মনে করে আপনারা করে দিবেন। তিনি আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বলেন, আপনারা সবাইকে নিয়ে আশরাফের পক্ষে কাজ করবেন।

গতকাল বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও প্রার্থীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী জনতার উদ্দেশে এসব কথা বলেন। শেখ হাসিনা ১/১১-এর সময় সৈয়দ আশরাফের প্রশংসনীয় ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, কিশোরগঞ্জবাসী সব সময় নৌকায় ভোট দিয়ে আসছেন। আগামী নির্বাচনেও আপনারা নৌকায় ভোট দিবেন, যাতে আমরা উন্নয়নকে এগিয়ে নিতে পারি। কিশোরগঞ্জের ১০টি উপজেলায় বিদ্যুৎ দিয়েছি। আরও তিনটি উপজেলায়ও ঘরে ঘরে বিদ্যুৎ যাবে। কিশোরগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। হাওরের উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছি। মিঠামইনে সেনাবাহিনীর একটি ক্যাম্প হচ্ছে। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের প্রার্থী নূর মোহাম্মদ, কিশোরগঞ্জ-৩ আসনের প্রার্থী মুজিবুল হক চুন্নু, কিশোরগঞ্জ-৫ আসনের প্রার্থী আফজাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের ছয়টি আসনে মহাজোটের প্রার্থীদের বিজয়ী করতে কিশোরগঞ্জবাসীর ভোট চান।

আজ লালদীঘি ময়দানে ভিডিও কনফারেন্স

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে চট্টগ্রামের ১৬ আসনের মহাজোট প্রার্থীরা মুখোমুখি হচ্ছেন আজ। এ সময় সভানেত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ নানাবিধ বিষয়ে গুরুত্বপূর্ণ ও নীতিনির্ধারণী বক্তব্য রাখবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত প্রার্থী পরিচিতি ও জনসভাকে স্মরণকালের বৃহত্তর জনসমাবেশে পরিণত করতে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে তৃণমূল পর্যায়ের প্রতিটি থানা, উপজেলা এবং মহানগরের থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, মহাজোটসহ ১৪ দলের শরিক দলের নেতাদের জনগণকে সম্পৃক্ত করে মিছিলসহকারে যোগদানের নির্দেশনা দিয়েছেন নেতারা।

সর্বশেষ খবর