বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

মঞ্চে সময়ের প্রয়োজনে

শহীদুল জহিরের গল্পে স্বল্পদৈর্ঘ্য ‘ভালোবাসা’

সাংস্কৃতিক প্রতিবেদক

মঞ্চে সময়ের প্রয়োজনে

শহীদ বুদ্ধিজীবী জহির রায়হান তার ছোটগল্প ‘সময়ের প্রয়োজনে’ তুলে ধরেছেন একটি মুক্তিযোদ্ধা ক্যাম্পের নানা ইতিহাস। গল্পটিতে তিনি তুলে ধরেছেন ১৯৭১-এর একটি মুক্তিযোদ্ধা ক্যাম্পের সুখ-দুঃখ ও আনন্দ-বেদনার নানা চিত্র। আর ৭১-এর সেই উত্তাল সময়ের মুক্তিযোদ্ধা ক্যাম্পের ঘটে যাওয়া নানা বিষয় অবলম্বনে ‘সময়ের প্রয়োজনে’ নাটকটি মঞ্চায়ন করেছে নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক জহির রায়হান মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্পে আসেন। সেখানে কমান্ডার তার হাতে একজন তরুণ মুক্তিযোদ্ধার ডায়েরি তুলে দেন। সেই ডায়েরির সূত্র ধরেই এগিয়ে যায় নাটক। মোহাম্মদ বারীর নাট্যরূপ ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, সেলিম মাহবুব, মিল্লাত, সাথী রঞ্জন দে, সাইফ সুমন, ফেরদৌস আমিন বিপ্লব, চন্দন রেজা, সৈয়দ অলক, কামাল রায়হান, আবু সুফিয়ান, নাহিদ সুলতানা, প্রদীপ বিশ্বাস, জায়েদ হোসেন, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, এস আর সম্পদ, সরকার জামান, সুমন আকন্দ, রাকিব প্রমুখ।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা’র প্রিমিয়ার ২১ ডিসেম্বর : নন্দিত কথাসাহিত্যিক শহীদুল জহিরের গল্প অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভালোবাসা’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায়। আদ্রিতা মুভিজ প্রযোজিত এবং প্লাটফর্ম মিডিয়া অ্যান্ড মার্কেটিং পরিবেশিত চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন শাওন কৈরি এবং নির্মাণে শুভ্রা গোস্বামী। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, মৌসুমী হামিদ ও শিশু শিল্পী স্লোগান। সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ চিত্রগ্রাহক সদ্য প্রয়াত আনোয়ার হোসেন চিত্রগ্রহণ করেছেন। এটিই তার ধারণকৃত সর্বশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর