বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

গণতন্ত্র বিকাশের কথা কেউ বলেনি

— খোন্দকার ইব্রাহীম খালেদ

গণতন্ত্র বিকাশের কথা কেউ বলেনি

এবার নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারে সবাই গণতন্ত্র উদ্ধারের কথা বললেও, গণতন্ত্র বিকাশের কথা কেউ বলেনি বলে মনে করেন খ্যাতনামা অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহীম খালেদ। তার মতে, গণতন্ত্র শুধু ভোটাধিকার নয়, এটা কৃষ্টিও। আমরা গণতন্ত্রের শৈশবে অবস্থান করছি। ক্ষমতাসীন আওয়ামী লীগের ইশতেহারে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করা হলেও কেন এতদিন সুশাসন প্রতিষ্ঠা হয়নি, সে কথা বলা উচিত ছিল। রাজনৈতিক দলগুলোর ইশতেহার সম্পর্কে নিজের মতামত তুলে ধরতে গিয়ে গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এ কথা বলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি বলেছেন, ইশতেহারে সবাই ভালো ভালো কথা বলেছেন। কিন্তু ক্ষমতায় গেলে দেশ পরিচালনার সময় কেউ ইশতেহার খুলে দেখেন না। আবার ইশতেহার সব ভোটার বুঝেনও না।

জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ঐক্যফ্রন্ট যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেছে। এটি ভালো দিক। যদিও যুদ্ধাপরাধীদের বিচারের কথা ঐক্যফ্রন্টের প্রধান শরিক বিএনপি বলেনি। আবার সব দলই তাদের ইশতেহারে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা বলেছে, এটা ভালো দিক। সংসদে উচ্চ কক্ষ গঠনের কথা বলেছে জাতীয় পার্টি, যদিও এটা সম্ভব না। তবে সব দল মিলে উচ্চ কক্ষের সংসদ করতে পারলে ভালো।

বিএনপির ইশতেহার প্রসঙ্গে খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, বিএনপি যখন বলে, তারা ক্ষমতায় গেলে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করবে, তখন বিশ্বাস করতে পারি না। কারণ বিএনপি আমলেই সারা দেশে একযোগে বোমা হামলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলা হয়েছে, শেখ হাসানাকে হত্যার চেষ্টা করা হয়েছে, সারা দেশকে সন্ত্রাসের জনপদ হিসেবে গড়ে তোলা হয়েছে। তাই বিএনপির মুখে সন্ত্রাস দমনের কথা মানায় না।

সর্বশেষ খবর