বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সুশাসন নিশ্চিতের এজেন্ডা নেই

—ড. জামাল উদ্দিন আহমেদ

সুশাসন নিশ্চিতের এজেন্ডা নেই

এবার নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারে দেশে পূর্ণাঙ্গরূপে সুশাসন নিশ্চিত করার জন্য বিস্তারিত এজেন্ডা ও ব্যাখ্যা নেই। এ কথা বলেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ড. জামাল উদ্দিন আহমেদ। ইশতেহারগুলোতে নামমাত্র সুশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়েছে মন্তব্য করে এই অর্থনীতিবিদ বলেন, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে, তা থেকে বের হতে হবে। ড. জামাল একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর ঘোষিত ইশতেহারের বিভিন্ন দিক নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপ করছিলেন। তিনি বলেন, ইশতেহার হলো রাজনৈতিক দলগুলোর পথনকশা। নির্বাচনের পরের ৫ বছর দেশ কোন নীতি ও আদর্শের ভিত্তিতে চলবে, তারই ঘোষণা থাকবে ইশতেহারে। সকল প্রকার রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে দেশ ও দেশের মানুষ, এমন নীতি ও আদর্শের প্রতিফলন ইশতেহারে থাকা প্রয়োজন। আওয়ামী লীগের ইশতেহার প্রসঙ্গ তুলে ধরে এই অর্থনীতিবিদ বলেন, কীভাবে দেশের মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি ১০ শতাংশে উন্নীত হবে, সে কথা বলেছে আওয়ামী লীগ। গ্রাম ও শহরের সমানতালে এবং ভারসাম্যমূলক উন্নয়নের লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ। এর ফলে গ্রামের মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। ড. জামাল উদ্দিন আহমেদ বলেন, মৌলবাদের ফসল হলো জঙ্গিবাদ। এই জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা আওয়ামী লীগের ভালো উদ্যোগ। সারা বিশ্বেই জঙ্গিবাদ এখন মূল চ্যালেঞ্জ।

সর্বশেষ খবর