শিরোনাম
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : ফখরুল

কুমিল্লা প্রতিনিধি

গণনা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না : ফখরুল

কুমিল্লায় গতকাল জনসভায় বক্তব্য দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর — বাংলাদেশ প্রতিদিন

ভোটের দিন দল বেঁধে কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিতে বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুরে কুমিল্লার চান্দিনায় এক নির্বাচনী সভায় তিনি বিএনপির স্থানীয় নেতা-কর্মী-সমর্থকদের প্রতি এই আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের একটি ভোট বেগম খালেদা জিয়ার মুক্তি আসবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। ৩০ ডিসেম্বর আপনারা দল বেঁধে ভোটকেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। ভোট গণণা শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না। ভোটকেন্দ্র পাহারা দেবেন।’

কুমিল্লা-৭ আসনে (চান্দিনা) ধানের শীষের প্রার্থী ড. রেদোয়ান আহমদকে ভোট দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি অনুরোধ করেন মির্জা ফখরুল। সভার শেষ দিকে কুমিল্লা-৩ আসনে ধানের শীষের প্রার্থী কাজী মুজিবুল হকের হাতে ধানের শীষ তুলে দিয়ে  এলাকাবাসীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীও মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে গতকাল সকাল ১০টায় সড়কপথে চান্দিনা ও সোয়াগাজী দুটি নির্বাচনী সভায় যোগ দিতে রওনা হন বিএনপি মহাসচিব। চান্দিনার আগে দাউদকান্দি বাসস্ট্যান্ডের সামনে কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. খন্দকার  মোশাররফ  হোসেনের নেতা-কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে  স্লোগান দেন। ড. মোশাররফ হোসেনের ছেলে ড. খন্দকার মারুফ  হোসেন বিএনপি মহাসচিবকে অভ্যর্থনা জানান। সেখানে হ্যান্ডমাইকে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম ৩০ ডিসেম্বর ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফ  হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানান। এ ছাড়া কুমিল্লার মিয়াবাজারের সড়কে কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে জেলা নেতৃবৃন্দ ও কর্মীরা বিএনপি মহাসচিবকে করতালি দিয়ে স্বাগত জানান। এরপর মির্জা ফখরুল সড়কপথে বিকালে যান সোয়াগাজীর পুরাতন হেলিপ্যাড মাঠে। কুমিল্লা-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর বিশাল নির্বাচনী সভায় বিএনপি মহাসচিব ভোট চাইতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। মনিরুল হক চৌধুরীর মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌসকে পাশে রেখে এরকম পরিস্থিতি পুরো মাঠের নেতা-কর্মীদের অনেককে কাঁদতে দেখা যায়। মনিরুল হক চৌধুরীর পক্ষে ভোট চাইতে গিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই যে আমার মেয়ে শাম্মী। এত কথা বলেছে কার জন্য? তার তো আজকে জনসভায় কথা বলার কথা নয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। তার গবেষণা করার কথা, ছাত্রছাত্রীদের পড়ানোর কথা। বাবার জন্য ছুটে বেড়াচ্ছে। আমি আজকে আপনাদের সবার কাছে একটা করে ভোট ভিক্ষা চাইব। আমার হৃদয়ের বন্ধু মনিরুল হক চৌধুরীর মুক্তির জন্য একটা ভোট ভিক্ষা চাচ্ছি। আমি একটা ভোট ভিক্ষা চাচ্ছি বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। আমি  ভোট চাচ্ছি কারাবন্দী নেতা গফুর ভুঁইয়া ও মোবাশ্বের আলম ভুঁইয়ার মুক্তির জন্য।’ বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের মুক্তির দিন, আগামী ৩০ ডিসেম্বর মানুষের মুক্তির দিন। দারোগা-পুলিশ দিয়ে যাই হোক নির্বাচনে জয়লাভ করা যায় না।’ অশ্রুসজল কণ্ঠে মনিরুল হক চৌধুরীর মেয়ে ড. চৌধুরী সায়মা বলেন, ‘অন্যায়ভাবে বাবাকে কারাগারে নেওয়া হয়েছে। ৩০ তারিখ এর জবাব দিতে হবে ধানের শীষে ভোট দিয়ে। সবাই ঐক্যবদ্ধ হোন।’

সর্বশেষ খবর