শিরোনাম
বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনা ও খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না শরিকরা

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণকারী জোটবদ্ধ দলগুলো তাদের নির্বাচনী পোস্টারে জোটপ্রধানের ছবি ব্যবহার করতে পারবেন না। এই সিদ্ধান্তর ফলে মহাজোটের প্রধান শেখ হাসিনার ছবি আওয়ামী লীগ বাদে মহাজোটের শরিকরা ব্যবহার করতে পারবে না এবং বিএনপি-ঐক্যফ্রন্টের প্রধান খালেদা জিয়ার ছবি বিএনপি বাদে শরিকরা ব্যবহার করতে পারবে না। ইসির সিদ্ধান্তে বলা হয়ছে, জোটের দল হিসেবে নৌকা ও ধানের শীষ প্রতীক ব্যবহারের সুযোগ পেলেও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিংবা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি ব্যবহার করতে পারবে না। উল্লেখ্য,  আওয়ামী লীগের জোট শরিক চারটি দলের ১২ জন নৌকা এবং বিএনপির জোট শরিক সাতটি দলের ২৬ জন ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন। সর্বশেষ সিদ্ধান্তের বিষয়টি স্পষ্ট করে নিবন্ধিত ৩৯টি দলকেই চিঠি দিয়ে ছবি ব্যবহারের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে বলে ইসির উপসচিব আবদুল হালিম খান গতকাল জানিয়েছেন।

নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, পোস্টার বা ব্যানারে প্রার্থী তার প্রতীক ও নিজের ছবি ছাড়া অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী কোনো নিবন্ধিত দলের মনোনীত হলে সেক্ষেত্রে শুধু তার বর্তমান দলীয় প্রধানের ছবি পোস্টারে ছাপাতে পারবেন। আবদুল হালিম খান বলেন, জোটভুক্ত কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ভোটভুক্ত অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করলেও আচরণবিধি অনুযায়ী তিনি তার নির্বাচনী প্রচারণায় ব্যবহৃত পোস্টারে তার নিজ দলের বর্তমান দলীয় প্রধান ছাড়া অন্য কোনো দলের প্রধানের ছবি ব্যবহার করতে পারবেন না।

সর্বশেষ খবর