শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

পরিবেশ তৈরিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসি : খালেকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

বাম জোটের কেন্দ্রীয় নেতা ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, নির্বাচন নিয়ে জনগণ ও ভোটারদের মধ্যে শঙ্কা-আতঙ্ক কাটেনি। নির্বাচনের বিশ্বাসযোগ্য পরিবেশ সৃষ্টি করতে নির্বাচন কমিশন উপর্যুপরি ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। গতকাল ঢাকা-৭ আসনে ও ঢাকা-২ আসনে বাম জোটের প্রার্থীদের পক্ষে নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন।

খালেকুজ্জামান বলেন, দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন এদেশে অতীতে হয়নি, এবার হবে তা জনগণ বিশ্বাস করে না। সব প্রার্থীর জন্য সমান সুযোগ দূরের কথা বিরোধী দলের প্রার্থীদের ওপর হামলা, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা-গ্রেফতার চলছে। নির্বাচন কমিশনে বার বার অভিযোগ দেওয়ার পরও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে জনগণের মনে সন্দেহ থেকেই যাচ্ছে। সরকার ও নির্বাচন কমিশন বাস্তবে একটি নিয়ন্ত্রিত ভোটের ছক অনুযায়ী এগুচ্ছে বলেও মত দেন তিনি। ঢাকা-৭ আসনে ‘মই’ মার্কার প্রার্থী খালেকুজ্জামান লিপন ও ঢাকা-২ আসনে ‘কাস্তে’ মার্কার প্রার্থী সিপিবি নেতা সুকান্ত শফি কমলসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর