শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছুটির দিনে নতুন দুই নাটক

সাংস্কৃতিক প্রতিবেদক

ছুটির দিনে নতুন দুই নাটক

শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে ঢাকা থিয়েটারের ‘পুত্র’ নাটকের একটি দৃশ্য —বাংলাদেশ প্রতিদিন

সরকারি ছুটির দিন ছিল গতকাল। আর এই দিনে শিল্পকলা একাডেমির নাট্যশালায় ছিল নাট্যানুরাগী দর্শকদের উপচেপড়া ভিড়। দুটি নাট্যদলের দুটি নতুন নাটকের মঞ্চায়ন নাট্যাঙ্গনে এনে দিয়েছিল প্রাণের জোয়ার। এর একটি ছিল ঢাকা থিয়েটারের ‘পুত্র’। এটি মঞ্চায়ন হয় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। সেলিম আল দীন রচিত দলের ৪৭তম প্রযোজনার এই নাটকটির নির্দেশনায় ছিলেন শিমুল ইউসুফ। পুত্র হারানো এক দম্পতির অবিশ্রান্ত বিলাপ নিয়ে রচিত হয়েছে ‘পুত্র’ নাটকটি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এশা ইউসুফ, মিলু চৌধুরী, আসাদুজ্জামান আমান, সামিউন জাহান দোলা, সাজ্জাদ আহমেদ রাজীব, রফিকুল ইসলাম, সউদ চৌধুরী, শাহজাদা সম্রাট চৌধুরী, তারেক আহমেদ প্রমুখ। অন্যদিকে একই সময়ে জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে ঢাকা থিয়েটার মঞ্চ তাদের নতুন নাটক ‘বহিপীর’-এর উদ্বোধনী মঞ্চায়ন করে। দলটির ২৪তম প্রযোজনার এই নাটকটির নির্দেশনায় ছিলেন আফরিন হুদা তোড়া। ‘বহিপীর’ নাটকটি রচনা করেছেন সৈয়দ ওয়ালীউল্লাহ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারহাদুল আমিন, নূরুল আলম, সাফায়েত দূর্জয়, আফরিন হুদা তোড়া, অরনিকা শ্রাবণী অথৈ, শরিফুল ইসলাম প্রমুখ।

শিল্পকলায় বিজয়ের আনন্দ : বিজয়ের ৪৭তম বর্ষ উদযাপনে গতকাল ছুটির দিনের সন্ধ্যায় একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে শুরু হয় ‘বিজয়ের মহোৎসব-২০১৮’ শিরোনামে সপ্তাহব্যাপী  সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী আনুষ্ঠানিকতার শুরুতেই প্রদর্শিত হয় প্রামাণ্যচিত্র ‘আমাদের বঙ্গবন্ধু’ এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গল্প সংক্ষেপ’। ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ স্লোগানের এই উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর