শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর শ্যামলী ও শেরেবাংলা নগর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, স্কোয়াড্রন লিডার (অব.) মো. ওয়াহিদুন্নবী (৪৭), আরাফাত তারুণ্য তামাদি (৩৭) ও আবদুল্লাহ জাবিদ (৪৫)। ওয়াহিদুন্নবী ইউএস বাংলা, ইউনাইটেড এয়ারলাইন্সের সাবেক পাইলট এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সিএসএফের সদস্য। র‌্যাব-২ এর উপ-অধিনায়ক মহিউদ্দিন ফারুকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রথমে শ্যামলী এলাকার একটি আবাসিক হোটেল থেকে আরাফাত এবং জাবিদকে গ্রেফতার করা হয়। তাদের সঙ্গে দেখা করতে আসছিলেন ওয়াহিদুন্নবী। তাকে শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী উসকানিমূলক অপপ্রচার, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়িয়ে আসছিলেন। ওয়াহিদুন্নবী নিজে জিয়া সাইবার ফোর্স, তারেক জিয়া সাইবার ফোর্স, জিয়া সাইবার ফোরাম, নোয়াখালী সাইবার ফোর্স, কুমিল্লা সাইবার ফোর্সসহ মোট ২৩টি পেজের এডমিন। তারা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে গুজব ছড়িয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে অপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওয়াহিদুন্নবীর গাড়িতে একটি শটগান এবং একটি পিস্তল পাওয়া গেছে। তিনি শটগানের লাইসেন্স দেখাতে পেরেছেন। পিস্তলটি লাইসেন্সকৃত দাবি করলেও গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

সর্বশেষ খবর