রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনের সাতকাহন

উপকূলে ৪০ প্লাটুন কোস্টগার্ড

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপকূলীয় এলাকায় ৪০ প্লাটুন সদস্য মোতায়েন করেছে কোস্ট গার্ড। এর মধ্যে ভোলা সদরে ১৮ প্লাটুন, চট্টগ্রাম বিভাগে ১২ প্লাটুন ও খুলনা বিভাগে ১০ প্লাটুন সদস্য নির্বাচন এলাকায় মোবাইল/স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ২২ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত এ বাহিনী উপকূলীয় এলাকায় দায়িত্ব পালন করবে। গতকাল কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ এসব তথ্য নিশ্চিত করেন। এ বিষয়ে কোস্ট গার্ড মহাপরিচালক (ডিজি) রিয়ার এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের ভোটাধিকার প্রদান ও সহিংসতা দমনে তৎপর রয়েছে।

সর্বশেষ খবর