রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
নির্বাচনের সাতকাহন

নৌকার সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণায় হাতপাখা

শফিকুল ইসলাম সোহাগ

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। এককভাবে ভোট করছে দলটি। ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন এককভাবে সর্বোচ্চ ২৯৮টি আসনে প্রার্থী দিয়েছে। প্রতিটি আসনের প্রার্থী ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। সর্বত্র চোখে পড়ছে হাতপাখা প্রতীকের প্রচারণা। দলের আমির মুফতি রেজাউল করীম সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে দলীয় প্রার্থীদের পক্ষে গণসংযোগ করছেন। দলটির লক্ষ্য, এককভাবে সরকার গঠন করে সুশাসন প্রতিষ্ঠা করা। এর আগে সবকটি সিটি করপোরেশনের ভোটে অংশ নিয়ে চমক দেখায় দলটি। এ প্রসঙ্গে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ৩০০ আসনে প্রার্থী দিয়েছিলাম। দুজন প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় ২৯৮ আসনে ভোট করছি। তিনি বলেন,  রাজনৈতিক অঙ্গনে সুস্থ ধারা সৃষ্টি না হওয়ায় স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে তারাই অনিয়ম করেছে। তিনি বলেন, ক্ষমতাসীনদের সম্পদের চরম উন্নয়ন, গণতন্ত্রের নামে দলীয়তন্ত্র ও স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা, জাতীয় অনৈক্য ও সংঘাত, রাজনীতির নামে ব্যক্তিস্বার্থ-দলীয়স্বার্থ তথা কায়েমি স্বার্থ প্রতিষ্ঠা, স্বাধীন পররাষ্ট্রনীতির পরিপন্থী বিদেশি রাষ্ট্রের তাঁবেদারির প্রতিযোগিতায় জাতির উন্নয়ন ব্যাহত হয়েছে। জানা গেছে, প্রতিটি আসনেই ইসলামী আন্দোলনের প্রার্থীরা এগিয়ে চলেছেন। জোটহীন ‘একলা চলো নীতি’ অবলম্বন করে ধর্মভিত্তিক অন্যতম প্রধান এই দলটি স্থানীয় সরকার নির্বাচনে (সিটি) ভালো করেছে। জাতীয় নির্বাচনেও ভোট  বেড়েছে ইসলামী আন্দোলনের। ১৯৮৭ সালের ১৩ মার্চ প্রতিষ্ঠা পাওয়ার পর গত তিন বছরে ভোটের রাজনীতিতে দলটির অগ্রগতি চমকে দেওয়ার মতো। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বেলা ১১টায় ভোট বর্জন করার পরও দলের শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ আবদুর রহমান তৃতীয় স্থান অর্জন করেন। ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনি ঢাকা-৭ আসন থেকে ভোট করছেন। গতকালও তিনি তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন। এ ছাড়া কুমিল্লা-৩ আসনে ভোট করছেন দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম। তিনি গতকাল মুরাদনগর, রামচন্দ্রপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ ছাড়াও ঢাকা-১১ আসনে মুফতি হেমায়েত উল্লাহ, ঢাকা-১২ আসনে শওকত আলীসহ ২৯৮ আসনে প্রচারণা চলছে জোরেশোরে। গতকাল বিকালে রাজধানীর জুরাইন বালুর মাঠে ইসলামী আন্দোলনের ঢাকা-৪ আসনের প্রার্থী মাওলানা সৈয়দ  মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সমর্থনে জনসভায়  মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই অভিযোগ করে বলেন, হাতপাখার প্রার্থীদের প্রচারণায় হামলা-হুমকি প্রদান ও প্রচার মাইক ভাঙচুর করা হচ্ছে। কর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছাড়তে, অন্যথায় মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। মাওলানা সৈয়দ  মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন অধ্যাপক আশরাফ আলী আকন, হাফেজ মাওলানা এ টি এম হেমায়েত উদ্দীন, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম,  আলহাজ মো. আলতাফ হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর