রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
আলোচনা সভায় বক্তারা

সাংবাদিক হত্যার বিচার নিশ্চিতে দরকার রাজনৈতিক অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক হত্যা বন্ধ ও হত্যার বিচার নিশ্চিত করতে রাজনৈতিক অঙ্গীকার দরকার বলে জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা। তারা নির্বাচনী ইশতেহারে মিডিয়ার বিষয়ে রাজনৈতিক অঙ্গীকারের সুনির্দিষ্ট প্রস্তাব থাকা উচিত বলে দাবি করেন। সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানানো হয়। গতকাল দুপুরে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজ (আইসিএস) আয়োজিত সাংবাদিক হত্যার বিচারহীনতা নিয়ে এক আলোচনা সভায় বক্তারা এসব দাবি করেন। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাখাওয়াত আলী খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মঞ্জু, অধ্যাপক শফিউল আলম ভূইয়া, ইনস্টিটিউট অব কমিউনিকেশন স্টাডিজের নাঈমা নার্গিস। অনুষ্ঠানে সাংবাদিক রাহুল রাহা, গৌরাঙ্গ নন্দী, সাংবাদিক হুমায়ুন কবীর বালুর ছেলে আশিক কবীর ও মেয়ে আইনজীবী হুসনা মেহেরুবা আলোচনায় অংশ নেন। সাংবাদিক বালুর দুই সন্তান তাদের বাবা হত্যার বিচার দাবি করেন। অনুষ্ঠানে মনজুরুল আহসান বুলবুল বলেন, সাংবাদিক হত্যার বিচারে এক ধরনের জটিলতা আছে। কোথায়, কীভাবে যে আটকে যায় বলা মুশকিল। ঢাকা শহরে হামলায় ২০ জন সাংবাদিক আহত হলেন। তথ্যমন্ত্রী চিঠি দিয়ে বিচার চাইলেন, আমরা আন্দোলন করলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আন্দোলনে এসে অনশন ভঙ্গ করালেন। মামলা হবে, গ্রেফতার হবে বলে আশ্বস্ত করলেন কিন্তু কিছুই হলো না। মোজাম্মেল হোসের মঞ্জু বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধে সরকারের সদিচ্ছা থাকতে হবে এবং তা বাস্তবায়নের দায়িত্ব সরকারকেই নিতে হবে।

সর্বশেষ খবর