সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের মাঠ সরগরম

লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি নিয়ে ইসিতে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও নিহতের ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছে আওয়ামী লীগ। গতকাল ধানমন্ডির কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ডের’ দাবি জানিয়েছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সংবাদ সম্মেলনে এ দাবি জানান। তিনি বলেন, নির্বাচনের আগে নীলনকশা অনুযায়ী বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট জোট সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তারা গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী নির্বাচনের মাঠে না থেকে সর্বত্র সন্ত্রাস নৈরাজ্য ও হামলা পরিচালনা করছে। আওয়ামী লীগের অন্যান্য সব গণতান্ত্রিক দলের ও জোটের অফিস ভাঙচুর, মিছিলে হামলা ও অগ্নিসংযোগ করছে তারা। তিনি বলেন, প্রতিদিন নিজেরাই সহিংসতা সৃষ্টি করে উল্টো নির্বাচন কমিশনে মিথ্যা অভিযোগ দায়ের করছে এবং মিডিয়ায় লাগাতার অপপ্রচার চালাচ্ছে তারা। তাই বিএনপি-জামায়াত নেতাদের গ্রেফতার করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি। আওয়ামী লীগের ওপর হামলার পরিসংখ্যান তুলে ধরে এইচ টি ইমাম বলেন, ‘নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত বিএনপি-জামায়াতের সন্ত্রাসী বাহিনীর হাতে আওয়ামী লীগের পাঁচজন নিহত এবং ২৫০ জনের বেশি নেতা-কর্মী-সমর্থক গুরুতরভাবে আহত হয়েছেন। শত শত নির্বাচনী কার্যালয় ভাঙচুর হয়েছে, আওয়ামী লীগ নেতা-কর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর) সকালে আমাকে আসাদুজ্জামান নূর সাহেব ফোনে জানালেন, নীলফামারীতে তার ওখানেও বড় রকমের হামলা হয়েছে। প্রতিদিনই আমরা এমন তথ্য পাচ্ছি।’ নিহত নেতা-কর্মীদের মধ্যে তিনি ইউসুফ আল মামুন, মোহাম্মদ হানিফ, ইসহাক হোসেন, জামাল উদ্দিন, তোফাজ্জল হোসেন মণ্ডল— এই পাঁচজনের নাম উল্লেখ করেন। এইচ টি ইমাম বলেন, ২৪টি জায়গায় হামলা ও গুলিবর্ষণ করা হয়েছে। ১১টি গাড়িবহরে হামলা চালানো হয়েছে। দুটি পুলিশ ভ্যানেও হামলা চালানো হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের ওপর হামলা করা হচ্ছে বলে আমাদের কাছে খবর আসছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

সর্বশেষ খবর