সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের মাঠ সরগরম

হামলা-মামলায় সিপিবি নির্বাচন থেকে সরবে না : সেলিম

নিজস্ব প্রতিবেদক

কাস্তে প্রতীকে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সন্তোষ পালের নির্বাচনী সমাবেশে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, হামলা-মামলা করে নির্বাচন থেকে কমিউনিস্ট পার্টির প্রার্থীদের সরানো যাবে না। গতকাল সিপিবির এক বিবৃতিতে তিনি আরও বলেন, সন্তোষ পালের নিরাপত্তা প্রদান ও নির্বাচনী প্রচার যাতে নির্বিঘ্নভাবে করতে পারেন, সে জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে এ ধরনের হামলার বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি আরও জানান, গতকাল শেরপুর উপজেলার সীমাবাড়ী বাজারে বগুড়া-৫ আসনে কমিউনিস্ট পার্টির কাস্তে প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী সন্তোষ পালের নির্বাচনী সভায় মাসুদ রানার নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগ নামধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে সভা পণ্ড করে দেয়। ওই সমাবেশে শেরপুর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক সেলিম রেজা ও উপজেলা কমিটির অন্যতম নেতা হরিশঙ্কর সাহা আহত হয়েছেন।

গণসংযোগ : এদিকে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে কাস্তে মার্কার প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলমের পক্ষে গতকাল গণসংযোগ করেছেন সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রাণীশংকৈলে এক সমাবেশে প্রিন্স বলেন, দেশের অগ্রগতির অন্যতম নায়ক কৃষক, গার্মেন্ট শ্রমিক, বিদেশে কর্মরত শ্রমজীবী মানুষ, অথচ এদের উৎপাদিত সম্পদ লুট করে যাচ্ছে ১ শতাংশ লুটেরা। এদের লুটপাট-দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে কাস্তে মার্কায় ভোট দিন। প্রার্থী প্রভাত সমীর শাহজাহান আলম বলেন, আমি নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের স্বপ্ন বায়নে নিজেকে নিবেদিত করে, সংসদে কৃষক-ক্ষেতমজুর-যুব-বৃদ্ধদের স্বার্থে নীতি প্রণয়ন করব।

সর্বশেষ খবর