সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ইসিকে বলি কিন্তু কোনো কাজ হয় না : মান্না

নিজস্ব প্রতিবেদক

নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের ওপর হামলা-মামলা ও নির্যাতনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, ভোট ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলছে। নির্বাচন কমিশনকে (ইসি) বলি কিন্তু কোনো কাজ হয় না। গতকাল নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মান্না। তিনি বলেন, জোর করে জেতার চেষ্টা করতে গিয়ে জনগণ যদি ফুঁসে ওঠে, সেই পরিণতির জন্য ক্ষমতাসীনরাই দায়ী থাকবে। নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না বলেন, এখন পর্যন্ত বহু প্রার্থী গ্রেপ্তার হচ্ছে এবং নির্বাচনে প্রার্থিতা নিয়েও নাটক করা হচ্ছে। পত্রিকায় দেখলাম জাতিসংঘ পর্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। এটা একটা নারকীয় পরিবেশ, এটা কোনো নির্বাচনী পরিবেশ নয়। মান্না বলেন, নির্বাচন কমিশনকে বলি কিন্তু কোনো কাজ হয় না। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথের মতো। শুধু কথা শোনে। আর বলে- যেমন আজকেও সিইসি বলেছেন, আচ্ছা এই কাগজটা আমি ডিসি সাহেবকে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম তারপর তদন্ত করতে যদি চারদিন লাগে, তাহলে তো ভোটই শেষ হয়ে যাবে। উনি বলছেন যে, না তাড়াতাড়ি করব। কিন্তু আজ পর্যন্ত কোথাও কোনো ধরনের অ্যাকশন আমি দেখতে পাইনি। আমরা সবাই মিলে অন্তত দুই-তিনবার নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। এগুলোর কোনো ফলাফল আমরা পাই নাই।

সর্বশেষ খবর