সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সোনার দাম বাড়ছে না

নিজস্ব প্রতিবেদক

দেশের সোনার দাম বৃদ্ধির নতুন সিদ্ধান্ত বাস্তবায়নের ২৪ ঘণ্টা আগেই তা স্থগিত করেছে সোনা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল দুপুরে গণমাধ্যমে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয় শনিবার রাতেই  বাজুসের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় সোনার দাম না বাড়ানোর বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রেতাদের অনুরোধে বড়দিন ও ইংরেজি নববর্ষের আগে সোনার দাম বাড়ানো হবে না বলে জানায়। একই সঙ্গে দেশের সব ব্যবসায়ীকে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আগের মূল্যেই সোনা বিক্রির জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। ফলে এখন থেকে ২২ ক্যারেটের সোনা আগের মূল্যে প্রতি গ্রাম ৪ হাজার ৭০ ও প্রতি ভরি ৪৭ হাজার ৪৭২টাকা। ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৮৭৫ ও প্রতি ভরি ৪৫ হাজার ১৮২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৪৪০ ও প্রতি ভরি ৪০ হাজার ১১০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনা ২ হাজার ৩৬৫ এবং ভরিপ্রতি ২৭ হাজার ৫৭৫ টাকায় বিক্রি হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর