বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

উৎসবে আনন্দে বড়দিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

উৎসবে আনন্দে বড়দিন উদযাপিত

ঢাকাসহ সারা দেশে উৎসবে আনন্দে উদযাপিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। যিশুখ্রিস্টের তাৎপর্যপূর্ণ আগমনের তিথি স্মরণ করে ধর্মীয় ও সামাজিকভাবে জাঁকজমকের মধ্য দিয়ে বড়দিন উৎসব পালন করা হয়। এ উপলক্ষে খ্রিস্টান ধর্মানুসারীরা ঘরে ঘরে সুস্বাদু খাবার তৈরি করে। নতুন জামাকাপড় পরে এবং দিনভর বিভিন্ন গির্জায় গিয়ে প্রার্থনায় অংশ নেয়। এ ছাড়া রাজধানীর পাঁচতারকা হোটেলগুলো বড়দিনে বিশেষ সাজে সজ্জিত করা হয়। বড়দিন উপলক্ষে খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও এবং মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশসহ বিশ্বের সব খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন।

বড়দিন উপলক্ষে ঢাকার তেজগাঁও ক্যাথলিক গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ঢাকার অন্যান্য গির্জা ও তার আশপাশে রঙিন বাতি জ্বালিয়ে উৎসবের আমেজ ফুটিয়ে তোলা হয়। ঘর ও রেস্টুরেন্ট, শপিং মল ও পাঁচতারকা হোটেলগুলোতে রঙিন সাজে সাজানো হয় ক্রিসমাস ট্রি। এ ছাড়া ঢাকার হোটেলগুলোতে বড়দিনের বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। সেখানে আরও ছিল বড়দিনের বিশেষ খাবার মেন্যু। এসব হোটেলে সান্তাক্লজকে ঘিরে উৎসুক শিশু-কিশোরদের ভিড় করতে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায়, বড়দিন উপলক্ষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল, র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন, প্যান প্যাসিফিক সোনারগাঁও, লা মেরিডিয়ান ঢাকা ও ঢাকা রিজেন্সিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাঁচতারকা হোটেলগুলোর আয়োজনে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে স্থানীয়দেরও অংশ নিতে দেখা যায়।

সর্বশেষ খবর