বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

সিলেটে একসঙ্গে কেক কাটলেন আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে একসঙ্গে কেক কাটলেন আওয়ামী লীগ-বিএনপি প্রার্থী

বড়দিন উপলক্ষে গতকাল সিলেট-১ আসনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীরা একসঙ্গে কেক কাটেন - বাংলাদেশ প্রতিদিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আবদুল মোমেন ও বিএনপি প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদির একসঙ্গে কেক কেটে পরস্পরকে খাইয়ে দিয়েছেন। গতকাল সকালে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে নগরীর নয়াসড়কস্থ গির্জায় কেক কাটেন তারা।

বড়দিন উপলক্ষে গতকাল সকালে গির্জায় শুভেচ্ছা বিনিময় করতে হাজির হন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির। এর কিছু পরে সেখানে যান জাতিসংঘে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ড. এ কে আবদুল মোমেন। উভয় প্রার্থী পরস্পরের কুশলাদি ও নির্বাচনী প্রচারণার খোঁজখবর নেন এবং হাসিমুখে ছবি তোলেন। এরপর বড়দিনের কেক কেটে পরস্পরের মুখে তুলে দেন তারা। প্রতিদ্বন্দ্বী এই দুই প্রার্থীর এমন হৃদ্যতাপূর্ণ আচরণ গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় তোলে। গির্জায় অন্যদের মধ্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর