বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
কৃষি

নাটোরে কমলা চাষে চমক

নাসিম উদ্দীন নাসিম, নাটোর

নাটোরে কমলা চাষে চমক

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় মাল্টা চাষের পর এবার কমলা চাষের সাফল্যে চমক সৃষ্টি হয়েছে। সাধারণত এ অঞ্চলে কমলা চাষ না হলেও উপজেলার রহিমানপুর গ্রামের সাজেদুর রহমান নিজ উদ্যোগে কমলা বাগান করে সফলতা পেয়েছেন। ফলে তিনি কমলা বাগান বৃদ্ধির পরিকল্পনা নিয়েছেন। তার এ সফলতায় আরও অনেকের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে। সম্ভাবনাময় ফসল হিসেবে ভবিষ্যতে এ ফল চাষ আরও সম্প্রসারণ হতে পারে বলে কৃষি কর্মকর্তাদের আশা।  

কৃষক সাজেদুর রহমান জানান, তিনি ২০১৬ সালে দিনাজপুর থেকে সংগৃহীত নাটোরের কোহিনুর নার্সারি থেকে চারা সংগ্রহ করে কমলা চাষ শুরু করেন। সোয়া দুই বিঘা জমিতে উপজেলায় প্রথম চাষি হিসেবে তিনি ৪০০ গাছের কমলা বাগান করেন। গত বছরই অল্প কিছু গাছে কমলা ধরা শুরু করে। ওই বছর তিনি প্রতি কেজি ৮০ টাকা দরে সাত মণ কমলা বিক্রি করেছেন। চলতি বছর তার বাগানের সব গাছে কমলা এসেছে। ইতিমধ্যে কমলা বিক্রি শুরু করেছেন তিনি। চলতি বছর বাগান থেকেই কেজিপ্রতি ৭৫ থেকে ৮০ টাকা দরে কমলা বিক্রি হচ্ছে। তিনি এ বছর ৭০ থেকে ৮০ মণ ফলনের আশা করছেন। মাত্র ১৫ থেকে ২০ হাজার টাকা খরচ করে উৎপাদিত কমলা ২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রির আশা রয়েছে তার। হালকা টক মিশ্রিত সুমিষ্ট এ ফলের স্থানীয় বাজারে চাহিদা থাকায় এ বছর তিনি প্রায় দ্বিগুণ জমিতে কমলা চাষের পরিকল্পনা নিয়েছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী জানান, বেশ কয়েক বছর আগেই এ উপজেলায় মাল্টা চাষে সফলতা এসেছে। মাল্টার পর এবার কমলা চাষে সফলতা এলো। সাধারণত এ অঞ্চলে কমলা চাষ হয় না। কিন্তু কৃষক সাজেদুরের সফলতায় চমক সৃষ্টি হয়েছে। বাজারে চাহিদা থাকায় সম্ভাবনাময় ফসল হিসেবে ভবিষ্যতে এ ফল চাষ আরও সম্প্রসারণ হতে পারে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর