শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
গয়েশ্বরের ওপর হামলা

যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা কারাগারে

আদালত প্রতিবেদক

ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল ঢাকার বিচারিক হাকিম মো. মনিরুজ্জামান শিকাদার এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই মো. খোরশেদ আলম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।  আসামিরা হলেন- দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সবুজ মিয়া (৩৯), শুভাঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন (৩২) ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফুর রহমান ফালান (৩৬)। পুলিশ প্রতিবেদনে বলা হয়, গয়েশ্বর রায় ২৫ ডিসেম্বর সন্ধ্যায় ৩০০-৪০০ নেতা-কর্মী নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যার চুনকুটিয়ায় সাবান ফ্যাক্টরির গলিতে নির্বাচনী প্রচারণাকালে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কতিপয় দুস্কৃতকারী মিছিলের ওপর ইট নিক্ষেপ করে। তারা গয়েশ্বর রায়ের মাথায় আঘাতসহ নেতা-কর্মীদের জখম করে। এ ছাড়া আসামিরা বিএনপির কয়েকজন নেতা-কর্মীর টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। গয়েশ্বর ও তার নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় হƒদয় নামে এক ব্যক্তি বুধবার রাতে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা করেন। পরে রাতেই দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ খবর