শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

জামায়াতের ২৫ প্রার্থীর নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর ২৫ প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে রুল জারি করেছে হাই কোর্ট। রুলে ওই প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা দিয়ে ইসির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাই  কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। তবে আদালত নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত স্থগিত না করায় কিংবা জামায়াতের ২৫ প্রার্থীকে ভোটের অযোগ্য ঘোষণা না করায় তাদের নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে আইনজীবীরা জানিয়েছেন। জামায়াতের নেতাদের নির্বাচনে অংশগ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ  রেজাউল হক চাঁদপুরী, মো. আলী হোসেন, মো. এমদাদুল হক ও হুমায়ুন কবির ইসিতে আবেদন করেন। চারজনের করা এই আবেদন গত ২৪ ডিসেম্বর ইসি নামঞ্জুর করে। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদনকারীরা রিট করলে শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারি করে। বিএনপির মনোনয়নে ও স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়া ওই ২৫ জনের প্রার্থিতা বাতিল চেয়ে করা আবেদনটি নামঞ্জুর করে নির্বাচন কমিশনের পাঠানো চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না- রুলে তা জানতে চাওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, জামায়াতের ২৫ প্রার্থীসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে ঢাকা-১৫ আসনের প্রার্থী জামায়াত নেতা শফিকুর রহমান ও কক্সবাজার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হামিদুর রহমান আযাদের পক্ষে শুনানি করেন রুহুল কুদ্দুস কাজল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মুহাম্মদ ইয়াসিন খান। রিটকারীপক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর।

সর্বশেষ খবর