শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে ফের হিন্দু বাড়িতে আগুন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়নে আবারও এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বাড়িটি আগুনে ভস্মীভূত হয়েছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মফিদার রহমান জানান, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঝাপড়তলি গ্রামের আনন্দ চন্দ্র বর্মণের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর দমকলের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনন্দ চন্দ্র বর্মণের বাড়ির ২টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।  বাড়ির মালিক আনন্দ চন্দ্র          বর্মণ বলেন, আখানগর বাজারের মেশিনারিজ দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাসায় আসি। এর কিছুক্ষণ পর দেখি আমার ঘরে আগুন জ্বলছে এবং আশপাশে পেট্রলের গন্ধ ছড়াচ্ছে। ৫-৭ মিনিটের মধ্যে দুটো ঘর পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা যেন ভোট দিতে যেতে না পারি এজন্য কেউ পরিকল্পিতভাবে পেট্রল দিয়ে আমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। কারণ একটাই হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেন ভয় পায় ও আতঙ্কগ্রস্ত হয়। আখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, এ নিয়ে আমার এলাকার দুটো হিন্দু বাড়িতে আগুন দেওয়া হলো। যারা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন দিচ্ছে তাদের দমন করার জন্য পুলিশ প্রশাসনের সহযোগিতা চাই। এ বিষয়ে রুহিয়া থানার ওসি প্রদীপ কুমার রায় বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ধরনের ঘটনা ঘটাচ্ছে আমরা সেটি তদন্ত করছি এবং যারাই এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাক না কেন তাদের আইনের আওতায় আনা হবে। উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সিংগিয়া শাহপাড়া গ্রামে একটি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়েছিল। এরপর ২৫ ডিসেম্বর আখানগর ইউনিয়নের মধ্যঝাড়গাঁও গ্রামে আরেকটি হিন্দু বাড়িতে আগুন দেওয়া হয়।

সর্বশেষ খবর