রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
সুষ্ঠু পরিবেশের পক্ষে সবাই

সর্বোত্তম পরিবেশ রয়েছে : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

সর্বোত্তম পরিবেশ রয়েছে : আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ‘আইনশৃঙ্খলার প্রস্তুতি বিগত যে কোনো সময়ের চেয়ে সর্বোত্তম ও চমৎকার। এখন পর্যন্ত যে পরিবেশ আছে, এরকম শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে জাতিকে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব।’ বাংলাদেশ প্রতিদিনকে আইজি বলেন, নির্বাচন ঘিরে ঝুঁকি বা নাশকতার কোনো আশঙ্কা নেই। তবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া আছে। বিএনপি প্রার্থীদের প্রচারকাজে বাধা ও গ্রেফতারের অভিযোগ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। তবে ঢালাও যে অভিযোগ, এরকম কিছু আমাদের কাছে আসেনি। আমরা অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।’ জাবেদ পাটোয়ারী বলেন, নির্বাচন ঘিরে রাজধানীসহ সারা দেশের সার্বিক নিরাপত্তায় প্রস্তুত আছে পুলিশ। ভোটের মাঠে সংঘাত, বিশৃঙ্খলা ও নাশকতা রুখতে সব ধরনের ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। যে কোনো ধরনের অপতৎপরতা কঠোরভাবে দমন করা হবে। নিরাপত্তাজনিত সুস্পষ্ট কোনো হুমকি না থাকলেও অতীত অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা ছক সাজানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট প্রস্তুত থাকবে।

তিনি বলেন, ‘পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, র‌্যাব সদস্যরা টহল ডিউটিতে রয়েছেন। সব সংস্থা মিলে ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়েছে, যেন কোনো ধরনের সংঘাত না হয়। ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে এসে ভোট দিয়ে বাড়ি যাবেন। আর এ জন্য যা যা করা দরকার আমরা সব ব্যবস্থা হাতে নিয়েছি। গোয়েন্দা সংস্থার সদস্যরা কাজ করে যাচ্ছেন। নিরাপত্তাজনিত কোনো ধরনের হুমকি থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া আমাদের সাইবার নিরাপত্তা বিভাগ সার্বক্ষণিক তৎপর রয়েছে। ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের হুমকি ও গুজব প্রতিরোধে আমরা সব সময় সচেষ্ট রয়েছি।’

সর্বশেষ খবর