রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

অপচেষ্টা হলেই দমন

-ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

অপচেষ্টা হলেই দমন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকে ঘিরে সামান্যতম অপচেষ্টা হলেও কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই। একটি স্বার্থান্বেষী মহল অনলাইনে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে। গুজব সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটাররা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন। গতকাল দুপুরে ডিএমপি সদর দফতরে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে রাজধানীতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী-র‌্যাব-বিজিবিসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। কেন্দ্রভিত্তিক পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি প্যাট্রল ও স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে। নির্বাচন কমিশন, রিটার্নিং অফিসারের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় মোবাইল প্যাট্রল টিম কাজ করছে। ভোটাররা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন তার পরিপূর্ণ ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। প্রার্থী ও তাদের এজেন্টরা নির্বাচনী কোড অব কনডাক্ট মেনে চলবেন। তাদের নিরাপত্তার প্রয়োজনে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ভোটার, প্রার্থী বা এজেন্টদের হুমকি দিয়ে নৈরাজ্যের চেষ্টা করা হলে কিংবা ভীতি ছড়িয়ে কেন্দ্র দখলের সামান্য অপচেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে। আচরণবিধি লঙ্ঘন করে পেশিশক্তি প্রয়োগ করে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টা হলে বরদাশত করা হবে না। ড. কামাল হোসেনকে হত্যার হুমকি বিষয়ে ডিএমপি প্রধান বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা আমাদের কাছে সমান গুরুত্বের। তাই শুধু ড. কামাল নন, তথ্য-অনুসন্ধানের ভিত্তিতে যেসব রাজনীতিবিদ বা নাগরিকের নিরাপত্তার হুমকি রয়েছে বলে মনে হয়েছে, তাদের সবার জন্য দৃশ্যমান ও অদৃশ্যমান নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর