রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে

-এ কে আজাদ

রুহুল আমিন রাসেল

সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে

এবার নির্বাচনে সব দল অংশগ্রহণ করায় আজ শান্তিপূর্ণ পরিবেশে মানুষ নির্ভয়ে ভোট দেবেন বলে মনে করেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি ভোটারদের উন্নয়নের পক্ষে থাকার অনুরোধ জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যে উন্নয়ন করেছে, বড় বড় প্রকল্প গ্রহণ করেছে, তা বাস্তবায়নে এ সরকারের ধারাবাহিকতা দরকার। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগামীতে ক্ষমতায় এলে তিনি দেড় কোটি মানুষের কর্মসংস্থান করবেন। এর এক কোটি মানুষের কর্মসংস্থান হবে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে। বাকি ৫০ লাখ হবে অন্যান্য খাতে। তার মতে, প্রধানমন্ত্রীর সুদূরপ্রসারী চিন্তার ফসল হিসেবে সারা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। ইতিমধ্যে ১০টির উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী। এসব অর্থনৈতিক অঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ানো নিশ্চিত করতে হবে নতুন সরকারকে।

এ কে আজাদ বলেন, অর্থনৈতিক উন্নয়নই দেশের বড় উন্নয়ন। সেই ধারাবাহিকতায় বিগত ১০ বছরে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশাল পরিবর্তন হয়েছে। দেশের ব্যবসায়ীরা এখন ভালো ব্যবসা করছেন। কিন্তু ভালো সুযোগ পেলে ব্যবসায়ীরা আরও বেশি ভালো করবেন। তাই ব্যবসার উন্নয়নে ধারাবাহিকতার প্রতিফলন দেখতে চাই।

সর্বশেষ খবর