রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

ফাঁকা হয়ে গেছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

ফাঁকা হয়ে গেছে ঢাকা

গাড়ি ও মানুষশূন্য ঢাকার রাস্তা। গতকাল তোলা ছবি -বাংলাদেশ প্রতিদিন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে অনেক মানুষ গ্রামের বাড়ি চলে যাওয়ায় গতকাল রাজধানী ঢাকা আরও বেশি ফাঁকা হয়ে গেছে। অনেক রাস্তা আর অলিগলিতে কম গাড়ি ও অল্প মানুষের চলাচলে ফাঁকা ফাঁকা লেগেছে পাড়া-মহল্লা। তবে রাস্তার মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যথেষ্ট চলাফেরা চোখে পড়ছে। রাজধানীর অনেক দোকানপাটও গতকাল বন্ধ দেখা গেছে। জীবন-জীবিকার তাগিদে ঢাকায় বসবাসকারী মানুষজন আজকের নির্বাচনে ভোট দিতে নিজ নিজ গ্রামে গেছেন দু-তিন দিন আগেই। রিকশাচালক, ভ্যানচালক, খেটে খাওয়া মানুষজন নির্বাচন উপলক্ষে শেষ সময়ে গতকাল রওনা দিয়েছেন। ফলে ঢাকার রাস্তায় নেই যাত্রীর ভিড়, ছোটাছুটির চিরচেনা দৃশ্য। এখন রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াত করা যাচ্ছে মুহূর্তেই। হাতে গোনা কিছু দোকানপাট খোলা থাকলেও ফাঁকা ফাঁকা ভাবই রয়েছে সবখানে। গতকাল রাজধানীর মোড়ে মোড়ে রিকশার জটলাও তেমন চোখে পড়েনি। কিছু সিএনজি ও পাঠাও সার্ভিসের মোটরসাইকেল স্ট্যান্ডে স্ট্যান্ডে অপেক্ষমাণ দেখা গেলেও চাহিদামাফিক যাত্রী মেলেনি তাদের। সিটি সার্ভিসের লোকাল বাস-মিনিবাসগুলোও হাতে গোনা যাত্রী নিয়েই গন্তব্যপথে যাতায়াত করেছে। সন্ধ্যা পেরোতেই সব সময়ের ব্যস্ত বাসস্ট্যান্ড বা মোড়গুলো আরও বেশি ফাঁকা হয়ে যায়।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর