রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

এবারও ভোটে টানা জয়ের রেকর্ড গড়তে চান তারা

আহমদ সেলিম রেজা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের রেকর্ড গড়তে যাচ্ছেন আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অনেক সংসদ সদস্য। আজকের নির্বাচনে বিজয়ী হলে এদের কেউ কেউ সংসদ সদস্য নির্বাচিত হবেন টানা অষ্টমবারের মতো। কেউবা নির্বাচিত হবেন সপ্তম, ষষ্ঠ, পঞ্চম কিংবা চতুর্থবারের মতো। এ তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন আছেন তেমন আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য। আছেন সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এমপি। এ তালিকায় আছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, জেপি চেয়ারম্যান পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ, এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ (অব.)। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে সারা দেশে ২৯৯ আসনে। এবারের নির্বাচনে বিজীয় হলে রেকর্ড অষ্টমবারের মতো সংসদে নিজ এলাকার প্রতিনিধিত্ব করবেন শেখ ফজলুল করিম সেলিম এমপি। তিনি গোপালগঞ্জ-২ আসন থেকে নির্বাচন করছেন। এর পরই আছেন গোপালগঞ্জ-৩ আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। তিনি সপ্তমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবেন। তার মতোই একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হলে সপ্তমবার নির্বাচিত হওয়ার রেকর্ড গড়বেন আওয়ামী লীগের উপদেষ্টাম লীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি নির্বাচন করছেন ভোলা-১ আসন থেকে। মাদারীপুর-২ আসন থেকে নির্বাচন করা নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, গাইবান্ধা-৩ আসনে ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, তিনি নির্বাচন করছেন পটুয়াখালী-২ আসন থেকে; প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার, তার নির্বাচনী এলাকা দিনাজপুর-১ এবং আওয়ামী লীগ নেতা ও ঠাকুরগাঁও-২ আসন থেকে নির্বাচিত দবিরুল ইসলাম। সপ্তমবারের মতো নির্বাচিত হবেন জেপি চেয়ারম্যান পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, তার নির্বাচনী এলাকা পিরোজপুর-২ আসন। একইভাবে নোয়াখালী থেকে নির্বাচন করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচিত হতে পারলে তিনি সপ্তমবার বিজয়ের স্বাদ পাবেন। এর আগে তিনি নোয়াখালী ও বগুড়া থেকে ছয়বার এমপি নির্বাচিত হয়েছেন। সাবেক বিএনপি নেতা এলডিপি সভাপতি কর্নেল অলি আহমদ (অব.) চট্টগ্রাম থেকে এর আগে ছয়বার নির্বাচিত হয়েছিলেন। এবার জিতলে তিনিও সপ্তমবারের মতো বিজয়ের স্বাদ পাবেন। এবারের নির্বাচনে জয়ী হলে ষষ্ঠবারের মতো সংসদে পা রাখবেন আওয়ামী লীগ নেতা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন (চট্টগ্রাম-১), বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দীন প্রামাণিক (নওগাঁ-৪), বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। মির্জা আজম নির্বাচন করছেন জামালপুর-৩ আসন থেকে। মৌলভীবাজার-৪ আসনে আওয়ামী লীগ নেতা উপাধ্যক্ষ আবদুস শহীদ, পার্বত্য বান্দরবান থেকে বীর বাহাদুর উ শৈ সিং ও ফরিদপুর-৩ আসনে বিএনপি নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এরা প্রত্যেকেই এর আগে পাঁচবার করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ তালিকায় আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি ১৯৯১ সাল থেকে নির্বাচন করছেন এবং প্রতিটি সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। ১৯৯১ সালে তিনি কারাগারে থেকে ৫টি আসনে জিতেছিলেন। এবার তিনি নিজ নির্বাচনী এলাকা রংপুরে না গিয়েই নির্বাচন করছেন। একাদশ সংসদে নির্বাচিত হলে পঞ্চমবারের মতো সংসদে প্রতিনিধিত্ব করবেন কিশোরগঞ্জ-১ থেকে নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রবীণ আওয়ামী লীগ নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ঝালকাঠি-২, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী শেরপুর-২, আওয়ামী লীগ নেতা কর্নেল (অব.) ফারুক খান গোপালগঞ্জ-১, এ কে এম রহমতুল্লাহ ঢাকা-১১, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ কুমিল্লা-৭, সাবেক সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ জামালপুর-১, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১, রাজিউদ্দিন আহমেদ রাজু নরসিংদী-৫, নূর-ই-আলম চৌধুরী লিটন মাদারীপুর-১। এর আগে তারা চারবার নির্বাচিত হন। এই সংসদের আগে সাতবার এমপি নির্বাচিত হয়ে রেকর্ড গড়েছিলেন সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। তিনি দ্বিতীয় সংসদ থেকে শুরু করে দশম সংসদ পর্যন্ত টানা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সর্বশেষ খবর